বিনোদন – গ্ল্যামার জগতে বিরতি মানেই অনিশ্চয়তা, তবু মাতৃত্বের স্বাদ উপভোগ করে মাত্র আড়াই মাসের কন্যাকে বাড়িতে রেখে আবারও অভিনয়ে ফিরলেন ছোটপর্দার পরিচিত মুখ অনিন্দিতা রায়চৌধুরী।
এই বছরের মার্চ মাসে কন্যাসন্তানের জন্ম দেন অনিন্দিতা। সেই সময় তিনি ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন। মাতৃত্বকালীন ছুটির পর নতুন করে অভিনয়ে ফিরেছেন ‘চিরসখা’ ধারাবাহিকে বর্ষা ওরফে সিঞ্জিনির মায়ের চরিত্রে। আগেই এই চরিত্রে অভিনয় করছিলেন অপর্ণা ভট্টাচার্য। কিছু ব্যক্তিগত কারণে অপর্ণার সরে যাওয়ায়, তাঁর জায়গাতেই এবার দেখা যাচ্ছে অনিন্দিতাকে।
একরত্তি মেয়ে তিষ্যাকে বাড়িতে রেখে কীভাবে কাজ সামলাচ্ছেন অভিনেত্রী? এক সংবাদমাধ্যমকে অনিন্দিতা জানিয়েছেন, তাঁর মা ও শাশুড়ি মিলেই তিষ্যার দেখভাল করছেন। পাশাপাশি একজন সহায়িকাও রয়েছেন ঘরে। তিনি আরও জানান, মেয়ের ফিডিংয়ের ব্যবস্থাও চিকিৎসকদের পরামর্শ মেনেই করে যান। কখনও কখনও শুটিং ফ্লোর থেকে দুধ পাম্প করেও পাঠিয়ে দেন মেয়ের জন্য।
অনিন্দিতা জানিয়েছেন, সিরিয়ালের প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষও তাঁর প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ও সহায়ক মনোভাব দেখিয়েছেন।
শুধু ‘চিরসখা’ নয়, ১৩ মে থেকে আবারও ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকেও ফিরেছেন অনিন্দিতা। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং ফ্লোর থেকে স্ক্রিপ্ট হাতে একটি ছবিও শেয়ার করেছেন তিনি।
বছরের শুরুতেই অনিন্দিতা ও তাঁর স্বামী সুদীপ তাঁদের সন্তান আসার কথা ঘোষণা করেছিলেন। বর্তমানে তাঁদের কন্যা তিষ্যা ও পোষ্যকে নিয়ে সংসারে জমজমাট সময় কাটাচ্ছেন এই দম্পতি। মাতৃত্ব ও কাজ—দু’টোই সুন্দরভাবে সামলাচ্ছেন অনিন্দিতা, যা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক।
