মাত্র ২৪ বছর বয়েসেই ২১ সন্তানের মা হয়েছেন এই মহিলা । তিবলিস-জর্জিয়ার বাসিন্দা ক্রিস্টিনা আজটেক এই মুহূর্তে খবরের শিরোনামে। কারণ! মাত্র ২৪ বছর বয়েসেই ২১ সন্তানের মা হয়েছেন তিনি! এত সন্তানের প্রসব তিনি করলেন কীভাবে! আদৌ কি তা সম্ভব! প্রশ্ন উঠেছে হাজারও।
ক্রিস্টিনা জানিয়েছেন, সারোগেসির মাধ্যমে তিনি ২১ সন্তানের মা হয়েছেন। বিয়ের পর থেকে দুই সন্তানের জন্ম তিনি নিজে দিয়েছেন। অর্থাৎ মোট ২৩ সন্তানের মা তিনি। কোটিপতি স্বামী, ২৩ সন্তান এবং তাঁর সংসারে ২৪ ঘণ্টা ডিউটিতে থাকেন ১৬ জন আয়া। তাঁদের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন এই দম্পতি।
আর ও পড়ুন ভুতুড়ে এই জঙ্গলে কেউ গেলে আর ফিরে আসে না
জানা গিয়েছে, সারোগেসির জন্য মোট ১,৪২,০০০ পাউন্ড খরচ করেছেন এই দম্পতি। এছাড়াও আয়াদের জন্য ৭২ লক্ষ টাকার বেশি খরচ হয় তাঁদের। ক্রিস্টিনা জানিয়েছেন, এত কম বয়েই মাতৃত্বের স্বাদ পেয়ে তিনি ভীষণ উপভোগ করছেন।
দৈনন্দিন জীবনের একঘেয়েমি কেটে গিয়েছে তাঁর সন্তানদের উপস্থিতিতে। তাঁদের ঘিরে কেটে যায় সময়। সন্তানদের দায়িত্ব সামলাতে একটু কষ্ট হয় না। সোশ্যাল মিডিয়ায় সন্তানদের নিয়ে ছবিও পোস্ট করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ার সব প্ল্যাটফর্মেই ভাইরাল তাঁর কাহিনি। ক্রিস্টিনা জানিয়েছেন, এরপর সন্তানদের পড়াশোনা এবং স্কুলে ভর্তি নিয়েও পরিকল্পনা শুরু করে দিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, মাত্র ২৪ বছর বয়েসেই ২১ সন্তানের মা হয়েছেন এই মহিলা । তিবলিস-জর্জিয়ার বাসিন্দা ক্রিস্টিনা আজটেক এই মুহূর্তে খবরের শিরোনামে। কারণ! মাত্র ২৪ বছর বয়েসেই ২১ সন্তানের মা হয়েছেন তিনি! এত সন্তানের প্রসব তিনি করলেন কীভাবে! আদৌ কি তা সম্ভব!
প্রশ্ন উঠেছে হাজারও। ক্রিস্টিনা জানিয়েছেন, সারোগেসির মাধ্যমে তিনি ২১ সন্তানের মা হয়েছেন। বিয়ের পর থেকে দুই সন্তানের জন্ম তিনি নিজে দিয়েছেন। অর্থাৎ মোট ২৩ সন্তানের মা তিনি। কোটিপতি স্বামী, ২৩ সন্তান এবং তাঁর সংসারে ২৪ ঘণ্টা ডিউটিতে থাকেন ১৬ জন আয়া। তাঁদের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন এই দম্পতি।