৭ ডিসেম্বর, চলচিত্র দুনিয়ায় তারকাদের পারিবারিক সম্পর্ক গুলো বাইরে থেকে যতটা মধুর দেখায় ঠিক ততটা মধুর রিয়েল লাইফে অনেকসময় হয়না। তাবলে কি কারোর কানে আসে না! বিশেষ করে সংবাদমাধ্যমের দ্বারা অনেক সম্পর্কের ভেতরের মুখোশ সামনে আসে। সেরম বলিউডে বোনেদের সম্পর্ক ক্যামেরার সামনে মধুর হলেও, ভিতরে ভিতরে থাকে সংঘাতে ভরা। কিন্তু দেখা গেল আলিয়া এবং আলিয়ার বোনের গল্পটি একেবারেই আলাদা। আলিয়া এবং শাহিন দুজনেই পরস্পরের অত্যন্ত কাছের।
সম্প্রতি আলিয়া এবং শাহিন একটি মানসিক সুস্থতা সম্পর্কীয় অনুষ্ঠানে গেস্ট হিসাবে গিয়েছিলেন। সেখানে শাহিন তার নিজের লেখা বই, ‘I’ve never been (UN)happier’ সম্পর্কে বলতে গিয়ে নিজের অতীত জীবনের কিছু গোপন কথা সামনে রাখেন।যেখানে তিনি বলেন, মাত্র সতেরো বছর বয়সে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।মাত্র সতেরো বছর বয়সে তিনি ডিপ্রেশনে চলে গিয়েছিলেন, আর যার দরুন তাঁকে একসময় ডিপ্রেশনের সাথে লড়াই করতে হয়েছে। এটা শুনেই অসচেতন ভাবেই কেঁদে ফেলেন আলিয়া।তখন বোন শাহিন তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। আলিয়া নিজেকে সামলে অবাক হয়ে বলেন, “দেখো কে আমায় সান্ত্বনা দিচ্ছে”।এরম দুই বোনের এমন মিষ্টি সম্পর্ক দেখে আপ্লুত সকল ভক্তরা।
মাত্র সতেরো বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন, শুনেই কেঁদে ফেলেন আলিয়া
মাত্র সতেরো বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন, শুনেই কেঁদে ফেলেন আলিয়া
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram