মাত্র ২২ রানে পরাজয়! লর্ডসে টিম ইন্ডিয়ার হারের দুই বড় কারণ চিহ্নিত করলেন শুভমন গিল

মাত্র ২২ রানে পরাজয়! লর্ডসে টিম ইন্ডিয়ার হারের দুই বড় কারণ চিহ্নিত করলেন শুভমন গিল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



খেলা – ঐতিহাসিক লর্ডস টেস্টে মাত্র ২২ রানে হেরে গেল টিম ইন্ডিয়া। এই ম্যাচে ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ ৫টি উইকেট নেন, কেএল রাহুল সেঞ্চুরি করেন এবং রবীন্দ্র জাদেজা দুটি ইনিংসেই আক্রমণাত্মক অর্ধশতক করেন। কিন্তু এত কিছুর পরেও জয় অধরাই থেকে যায়। ইংল্যান্ডের দেওয়া ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল ব্যর্থ হয় গুরুত্বপূর্ণ মুহূর্তে। ম্যাচ শেষে অধিনায়ক শুভমন গিল পরাজয়ের দুইটি প্রধান কারণ তুলে ধরেন।

প্রথমত, গিল চতুর্থ ও পঞ্চম দিনের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেন। চতুর্থ দিনে মাত্র এক ঘণ্টার মধ্যেই ভারত ৪ উইকেট হারিয়ে ফেলে এবং মাত্র ৫৮ রান করে। এরপর পঞ্চম দিনে, জয়ের জন্য যেখানে ১৩৫ রান দরকার ছিল, সেখানে শুরুতেই আরও ৪টি উইকেট হারিয়ে দল চাপে পড়ে যায়। শুভমন গিল বলেন, “আমরা চতুর্থ দিনে এক ঘণ্টা এবং পঞ্চম দিনে এক ঘণ্টা খারাপ খেলেছি। আমাদের টপ অর্ডার আরও দায়িত্ব নিয়ে খেললে ফল ভিন্ন হতে পারত। অন্তত ৩০–৪০ রান বেশি করা উচিত ছিল।”

দ্বিতীয়ত, অধিনায়ক গিল অতিরিক্ত রান দেওয়াকেও বড় কারণ হিসেবে দেখেন। ভারত এই ম্যাচে মোট ৬৩টি অতিরিক্ত রান দেয়, যার মধ্যে ৩৬ রানই আসে বাই থেকে। শুধুমাত্র দ্বিতীয় ইনিংসেই বাই থেকে আসে ২৫ রান। গিল বলেন, “আমরা ফিল্ডিংয়ে উন্নতি করেছি ঠিকই, কিন্তু কিছু অপ্রয়োজনীয় ভুল করেছি। কিছু বাউন্ডারি আটকানো যেত। বাই থেকে ২৫ রান এসেছে—এটাই অনেক বড় ফারাক গড়ে দিয়েছে।”

শেষ দিকে রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ মিলে কিছুটা লড়াই করেছিলেন। কিন্তু তা ভারতের পরাজয় আটকাতে পারেনি। মাত্র ২২ রানে এই হারের ফলে সিরিজে ভারতের মনোবলে বড় ধাক্কা লাগল বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top