হুগলি – হুগলির দিনমজুর সুজিত মণ্ডলের জীবন দীর্ঘদিন ধরেই অভাব-অনটনের মধ্যে কাটছিল। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কোনোমতে দিন চললেও হঠাৎ স্ত্রীর দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। চিকিৎসার বিপুল খরচ জোগাড় করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছিল। কিন্তু সেই কঠিন জীবনের অন্ধকারে আশার আলো নিয়ে আসে মাত্র ৩০ টাকার একটি লটারি টিকিট।
গত কয়েক বছর ধরে নিয়মিত ৩০ টাকার লটারি টিকিট কিনে আসছিলেন সুজিত। গত ১৯ আগস্ট সকালে তিনি কোন্নগর বাজার সংলগ্ন একটি কাউন্টার থেকে আরেকটি টিকিট কেনেন। রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে ফলাফল দেখে তিনি স্তব্ধ হয়ে যান। প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে না পারলেও, কয়েকবার মিলিয়ে দেখে নিশ্চিত হন যে তিনিই জিতেছেন এক কোটি টাকার প্রথম পুরস্কার।
পুরস্কার জেতার পরও আনন্দে ভেসে না গিয়ে সুজিতের প্রথম চিন্তা ছিল স্ত্রীর চিকিৎসা। তিনি জানান, এতদিন চেষ্টা করেও টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারেননি। এখন এই পুরস্কারের টাকা দিয়ে স্ত্রীর কিডনির চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। সুজিত বলেন, “আমি অনেক বছর ধরে লটারি কিনছি, মনে মনে আশা ছিল কোনো একদিন জিতব। অবশেষে সেই আশা পূর্ণ হলো। এখন প্রথম কাজ হবে স্ত্রীর চিকিৎসা করানো।”
লটারি টিকিট বিক্রেতা ভক্তি দাস জানান, রেজাল্ট দেখার পর তিনি প্রথমে ভয় পেয়ে যান যে খবর জানাজানি হলে কেউ টিকিট কেড়ে নিতে পারে। তাই তিনি দ্রুত সুজিতকে ফোন করে খবরটি জানান। পরে সুজিত এসে টিকিটটি নিয়ে যান।
