মাথাব্যাথা কমাতে ব্যাবহার করুন এই মশলাটি । মাথা ব্যথায় রীতিমতো নাজেহাল অবস্থা? হয় অনেকের। বলে কয়ে তো শুরু হয় না। হঠাৎ শুরু হয় এই যন্ত্রণা। এর পিছনেও অনেক কারণ আছে। যেমন, সারাদিন রোদে রোদে ঘুরলে, খালি পেটে থাকলে, গ্যাস হলে, হজমের সমস্যা থাকলে, জ্বরজ্বর ভাব এলে, ঠান্ডা লেগে মাথা যন্ত্রণা শুরু হয়। আবার মাইগ্রেনের যন্ত্রণায় ভোগেন অনেকে। এক্ষেত্রে কী করবেন?
কিছু ঘরোয়া টোটকা মেনে চললে রেহাই পাওয়া যাবে।বিশেষজ্ঞদের মতে, কাজের মাঝে, বাইরে ঘুরতে ঘুরতে হঠাৎ মাথা যন্ত্রণা শুরু হলে এবং হাতের কাছে ওষুধ না থাকলে একটি বিশেষ মিশ্রণ রেখে দিতে পারেন। সেটি হল লবঙ্গ। এই মশলার প্রচুর গুণ রয়েছে। শরীরের একাধিক জটিলতা কমায় যেমন, তেমনই দাঁতের যন্ত্রণার মোক্ষম দাওয়াই এটি। তবে শুধু লবঙ্গ কিন্তু মাথা যন্ত্রণা কমাবে না। এই মশলা দিয়েই তৈরি করে নিতে হবে বিশেষ মিশ্রণ।
আর ও পড়ুন কলকাতা হাইকোর্ট শেখ সুফিয়ানকে রক্ষাকবচ দিলো
কয়েক টুকরো লবঙ্গ নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিন। তাছাড়াও হালকা আঁচে গরম করেও গুঁড়ো করে নিতে পারেন। এরপর এক চা চামচ মধু মিশিয়ে নিন তার সঙ্গে। ব্যস, তৈরি সেই বিশেষ মিশ্রণ। এটি একটি ছোট্ট কৌটোতে রেখে দিন। ব্যাগের মধ্যেও রেখে দিতে পারেন। ব্যথা শুরু হলেই এক মিনিটের মধ্যে নিস্তার পাবেন।
উল্লেখ্য, মাথাব্যাথা কমাতে ব্যাবহার করুন এই মশলাটি । মাথা ব্যথায় রীতিমতো নাজেহাল অবস্থা? হয় অনেকের। বলে কয়ে তো শুরু হয় না। হঠাৎ শুরু হয় এই যন্ত্রণা। এর পিছনেও অনেক কারণ আছে। যেমন, সারাদিন রোদে রোদে ঘুরলে, খালি পেটে থাকলে, গ্যাস হলে, হজমের সমস্যা থাকলে, জ্বরজ্বর ভাব এলে, ঠান্ডা লেগে মাথা যন্ত্রণা শুরু হয়। আবার মাইগ্রেনের যন্ত্রণায় ভোগেন অনেকে। এক্ষেত্রে কী করবেন?
কিছু ঘরোয়া টোটকা মেনে চললে রেহাই পাওয়া যাবে।বিশেষজ্ঞদের মতে, কাজের মাঝে, বাইরে ঘুরতে ঘুরতে হঠাৎ মাথা যন্ত্রণা শুরু হলে এবং হাতের কাছে ওষুধ না থাকলে একটি বিশেষ মিশ্রণ রেখে দিতে পারেন। সেটি হল লবঙ্গ। এই মশলার প্রচুর গুণ রয়েছে। শরীরের একাধিক জটিলতা কমায় যেমন, তেমনই দাঁতের যন্ত্রণার মোক্ষম দাওয়াই এটি। তবে শুধু লবঙ্গ কিন্তু মাথা যন্ত্রণা কমাবে না। এই মশলা দিয়েই তৈরি করে নিতে হবে বিশেষ মিশ্রণ।