মাথাভাঙ্গায় আবারও বাঘের আতঙ্ক। এবার বাঘ আতঙ্কিত শিবপুর এলাকা পরিদর্শনে এলেন মাথাভাঙা ১ ব্লকের বিডিও সম্বল ঝাঁ ও গ্রাম পঞ্চায়েত প্রধান কমল অধিকারী সহ বন দপ্তরের দেবাশীষ মজুমদার, ভূমি কর্মাধ্যক্ষ মহেন্দ্র বর্মন। বিডিও সম্বল ঝা গ্রাম বাসিদের অযথা আতঙ্কিত না হওয়ার আবেদন জানান। প্রশাসন বনদপ্তর একসাথে মিলে কাজ করছে যদি এলাকায় বাঘ থেকে থাকে তাহলে বন দপ্তরে অবশ্যই বাঘ ধরতে সহোযোগিতা করবে।
বেশ কয়েকদিন ধরে রাতের বেলায় লোকালয়ে বাঘের আতঙ্ক ছড়ালো মাথাভাঙা ১ ব্লকের জোরপাকড়ি গ্রাম পঞ্চায়েতের শিবপুর পানাগুড়ি এলাকায়। শনিবার রাতে মেসমা খাতুন নামে এক যুবতী একসাথে ৫ টি বাঘ দেখতে পান বলে দাবি করেন। এছাড়াও গ্রামবাসীরা বাঘের ডাক শুনতে পাচ্ছেন বলেও স্থানীয় সূত্রে জানানো হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রাম জুড়ে আতঙ্ক ছড়ায়।
ঘটনার খবর পেয়ে মাথাভাঙা বনদপ্তরের রেঞ্জার রাতেই ঘটনাস্থলে পৌঁছায়. শনিবার রাতে বনকর্মীরা গ্রামের বিভিন্ন এলাকায় বাঘের খোঁজে তল্লাশি শুরু করে। বাঘ গ্রামে ঢুকে মানুষের উপর হামলা চালাতে পারে এই আশঙ্কায় বনকর্মীদের সঙ্গে রাত পাহারায় দেন গ্রামবাসীরাও। লাঠি হাতে নিজেদের মধ্যে সমন্বয় বজায় রেখে বাঘের খোঁজে রাতভর তল্লাশি চলে। কিন্তু রবিবার সকাল পর্যন্ত বাঘের হদিশ মেলেনি। বাঘকে খাঁচাবন্দি করতে বসানো হয়েছে খাঁচা। যদিও সেই খাঁচাতে বাঘ ধরা পরেনি।
উল্লেখ্য, কিছুদিন আগেই ওই এলাকায় চাষের জমিতে অজানা জন্তুর পায়ের ছাপে বাঘের আতঙ্ক ছড়ায়। সাধারণ মানুষের মধ্যে ভয় দূর করতে প্রশাসনের তরফে সচেতন করে আতঙ্কিত না হওয়ার কথা বলা হয়েছিল। অজানা জন্তুর পায়ের ছাপ এবং গতকাল রাতে ওই যুবতী কথা অনুযায়ী বাঘ দেখাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গ্রামজুড়ে।
আরও পড়ুন – মোট ১২৮ জন ভারতীয় পেলেন ‘পদ্ম’ সম্মান- দেখে নিন কারা?
নারী ও শিশু কল্যাণ সমিতির কর্মাধ্যক্ষ কল্যানী রায় জানান, বাঘের আতঙ্কে এলাকার শিশুরা বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। আমরা বনদপ্তরের সাথে যোগাযোগ করেছি যদি এলাকায় সত্যিই বাঘের উপস্তিতি থেকে থাকে তাহলে দ্রুত বাঘ ধরার ব্যবস্থা করতে।
মাথাভাঙা বনদপ্তর এর রেঞ্জার সজল পাল বলেন, গ্রামে বাঘ ঢুকেছে এমনই আতঙ্ক তৈরি হয়েছে। আমরা পাহারা দিচ্ছি, পাশাপাশি গ্রামবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা দিচ্ছি। আদৌ বাঘ আছে কিনা তা এখনও জানা যাচ্ছে না রবিবার সকালে বাঘের জন্য খাঁচা বসানো হয়েছে। যেহেতু একটা দুটো বাঘ নয় একসঙ্গে পাঁচটি বাঘের দেখা মিলেছে বলে দাবি গ্রামবাসীর, সেই সাথে আবার বাচ্চাও রয়েছে, সেই কারণে বাড়তি সতর্কতা নিতে বাধ্য হচ্ছে বনদপ্তর। সন্ধ্যার পর গ্রামবাসীদের ঘরের বাইরে বের হতে নিষেধ করেছেন তারা।