মাথায় মদের গ্লাস, পাশে স্বল্পবসনা মহিলা— চটুল গানে নাচে মত্ত কামারহাটির তৃণমূল ছাত্রনেতা

মাথায় মদের গ্লাস, পাশে স্বল্পবসনা মহিলা— চটুল গানে নাচে মত্ত কামারহাটির তৃণমূল ছাত্রনেতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

উত্তর 24 পরগণা – রাজনীতির মঞ্চের বাইরে ‘পার্টি মোডে’ ধরা পড়লেন কামারহাটির এক ছাত্রনেতা। মাথায় মদের গ্লাস, পাশে স্বল্পবসনা মহিলা, সঙ্গে চটুল হিন্দি গানের তালে নাচ— এমনই এক বিতর্কিত ভিডিওতে দেখা গেল কামারহাটির তৃণমূলকর্মী তথা ছাত্র নেতা রানা বিশ্বাসকে।

সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে, পার্টির পরিবেশে নাচের আসরে রয়েছেন রানা বিশ্বাস। তাঁর মাথার উপর রাখা রয়েছে একটি মদের গ্লাস, আর ঠিক পাশেই এক স্বল্পবসনা মহিলা চটুল ভঙ্গিমায় নাচছেন। ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে হিন্দি ফিল্মি গান। মাঝেমধ্যেই নৃত্যসঙ্গীর সঙ্গে তাল মেলাতে দেখা যাচ্ছে রানাকেও।

ঘটনার সূত্রপাত এই ভিডিও ছড়িয়ে পড়ার পর। দাবি করা হচ্ছে, এটি সাম্প্রতিক এক ব্যক্তিগত পার্টির দৃশ্য। যদিও ভিডিওটি কোথায় এবং কবে রেকর্ড করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা ও সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, রানা বিশ্বাস কামারহাটি এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের একজন পরিচিত মুখ। বিভিন্ন মিছিলে, দলীয় কর্মসূচিতে তাঁকে নিয়মিত দেখা যায়। ফলে এমন এক ভিডিও প্রকাশ্যে আসায় দলের অন্দরেও অস্বস্তি তৈরি হয়েছে, বলে মনে করছে রাজনৈতিক মহল।

নেটিজেনদের একাংশ ভিডিওটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন,
“এদের হাতে যদি ছাত্ররাজনীতি থাকে, তাহলে ভবিষ্যৎ কোথায়?”
আবার কেউ লিখেছেন, “জনসেবার নামে আসলে কী চলছে, এই ভিডিও তারই নমুনা।”

তবে এই ভিডিওর সত্যতা বা প্রেক্ষাপট নিয়ে এখনো পর্যন্ত রানা বিশ্বাস বা তাঁর দলের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top