ভাইরাল – সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক অদ্ভুত ভিডিয়ো এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। উত্তরপ্রদেশের বরেলীতে এক তরুণকে দেখা গিয়েছে মাথায় শিঙাড়ায় ভরা রেকাবি রেখে বাইক চালাতে। হেলমেটের বদলে মাথায় রেকাবি — এমন দৃশ্য দেখে হতবাক পথচারীরা, কেউ আবার ফোনে সেই দৃশ্য ধারণও করেছেন।
‘বরেলীভাইব্স’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ওই ভিডিয়োয় দেখা যায়, তরুণটি অত্যন্ত সাবধানে বাইক চালাচ্ছেন যাতে রেকাবিটি মাথা থেকে না পড়ে। আশ্চর্যের বিষয়, বাইক চলার সময়ও রেকাবিটি একটুও নড়েনি। পিছনে থাকা আরেক বাইক আরোহী পুরো ঘটনাটি রেকর্ড করেন এবং সেটিই এখন ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
ভিডিয়োটি দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ প্রশংসায় পঞ্চমুখ, আবার কেউ একে বিপজ্জনক স্টান্ট হিসেবে সমালোচনা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “এ তো মাধ্যাকর্ষণ শক্তিকেই চ্যালেঞ্জ জানানো! এমন ভারসাম্য রাখা সত্যিই অবিশ্বাস্য।”
