অসময়ে বৃষ্টি মানেই ,পাকা ধানে মই দেওয়া । চলতি নিম্ন চাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে ফসল নষ্টে মাথায় হাত পুরুলিয়া জেলার কৃষকদের।জেলার সমস্ত ব্লকেজুড়েই ক্ষতিপূরণের আবেদন কৃষকদের। এদিন ঝালদার মসীনা গ্রামের কৃষকদের মধ্যেও একই ছবি ধরা পড়ে।
১২ নভেম্বর রাত থেকে শুরু হয়েছে নিম্ন চাপ যার জেরে জেলার বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা ধান চাষ নষ্ট বলে দাবী ধান চাষীদের। ঝালদা থানার মসীনা গ্রামের অরুন কুমার মাহাতো ও গোপাল মাহাতোরা জানান তাদের এলাকায় হয় এক ফসলী চাষ। এবছর ভালো বৃষ্টির পরিমাণ থাকায় ধানের ফলন ভালো হয়েছিল। এখন সময় হয়েছে জমি থেকে ধান তোলার।
আর ও পড়ুন গরুর জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হলো এই রাজ্যে
অনেকে ধান কেটেছে। জমিতেই পড়ে রয়েছে সেই কাটা ধান। বাড়ি নিয়ে যাওয়ার পূর্বেই এমন অসময়ে বৃষ্টি হওয়ায় প্রচুর ধান নষ্ট হচ্ছে বলে তাঁদের মত।ঋণ নিয়ে অনেক কৃষকেই ধানের চাষ করেছিলেন। তাই ধান মাঠ থেকে সঠিক সময় তুলতে না পারলে চরম ক্ষতির মুখে পড়বে তারা।
কি ভাবে মহাজনের সেই ঋণ শোধ করবে সমস্যায় জেলার বেশীরভাগ কৃষক। তাই প্রশাসনের কাছে ক্ষতিপূরণের আবেদন জানানোর প্রস্তুতি নিচ্ছেন তারা।
উল্লেখ্য, অসময়ে বৃষ্টি মানেই ,পাকা ধানে মই দেওয়া । চলতি নিম্ন চাপের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে ফসল নষ্টে মাথায় হাত পুরুলিয়া জেলার কৃষকদের।জেলার সমস্ত ব্লকেজুড়েই ক্ষতিপূরণের আবেদন কৃষকদের। এদিন ঝালদার মসীনা গ্রামের কৃষকদের মধ্যেও একই ছবি ধরা পড়ে। ১২ নভেম্বর রাত থেকে শুরু হয়েছে নিম্ন চাপ যার জেরে জেলার বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা ধান চাষ নষ্ট বলে দাবী ধান চাষীদের। ঝালদা থানার মসীনা গ্রামের অরুন কুমার মাহাতো ও গোপাল মাহাতোরা জানান তাদের এলাকায় হয় এক ফসলী চাষ। এবছর ভালো বৃষ্টির পরিমাণ থাকায় ধানের ফলন ভালো হয়েছিল। এখন সময় হয়েছে জমি থেকে ধান তোলার।