নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৯ ডিসেম্বের, NRC ও CAA নিয়ে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বেনজির আক্রমণ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। নাম উল্লেখ না করেই দুজনকে মাথা মোটা বলে আক্রমণ করলেন তিনি।তিনি বললেন, “দুটো মাথা মোটা, ভয়ঙ্কর মাথা মোটা। একজন তো এমন মাথা মোটা কোনো বুদ্ধি নাই। তুমি (অমিত শাহ) যতই চেষ্টা কোরো দাঙ্গা লাগাতে পারবে না মাথামোটা।”
রবিবার মুরারাইয়ের ১ নং ব্লকের পশু হাট মাঠে তৃণমূল কংগ্রেসের NRC ও CAA প্রত্যাহারের দাবিতে ছিল তৃণমূলের একটি জনসভা। যেখানে এভাবে মোদি ও শাহকে কটাক্ষ করলেন বীরভূম তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল। তিনি মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বলেন, “পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এখন শুধু CAA নিয়ে আওয়াজ উঠছে।আর সেই আওয়াজ তুলেছে দুই ভদ্র লোক। এক নরেন্দ্র মোদী আর দুই অমিত শাহ। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছে এখানে CAA হবে না।একসময় মমতা ব্যানার্জীর পেটে লাথি মেরেছিল সিপিএম, তবুও তাকে আন্দোলন থেকে সরাতে পারেনি। পশ্চিমবঙ্গে NRC আর CAA হবে না। ঝাড়খন্ড তোমাদের জবাব দিয়েছে। তোমরা বেইমান।”
এরপরেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, “টিভিতে দেখাচ্ছে মমতা ব্যানার্জী নামাজ পড়ে। মমতা ব্যানার্জী যদি নামাজ পড়ে, তোমাদের গায়ে জ্বর এসে কেন? তোমাদের তো গায়ে জ্বর আসার দরকার নাই। আমি তো পাথরচাপুরি যায়, দোয়া চাই, সালাম করি। তুমি কেন গিয়েছিলে, মোদী বাবু তুমিও তো গিয়েছিলে। তুমি কি মুসলমান? তুমি গেলে দোষ নাই, মমতা ব্যানার্জী গেলে দোষ। হাই ভগবান একি লীলা।” এমনই কিছু মন্তব্যে আজ জনসভাকে আকৃষ্ট করতে চাইলেন অনুব্রত মণ্ডল।