২৬ জুন, ২০২১:মাদকের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক দিবসে, আমাদের সমাজ থেকে মাদকের ঝুঁকি দূর করতে তৃণমূল স্তরে যারা কাজ করে চলেছেন তাঁদের আমি প্রশংসা জানাই #জীবনরক্ষার্থে এ ধরণের প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। সর্বপরি মাদক অন্ধকার, ধ্বংস এবং সর্বনাশ ডেকে নিয়ে আসে।

আসুন আমরা #মাদকের বিষয়েতথ্যভাগকরে নেওয়া-এর প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করি এবং মাদক মুক্ত ভারত গঠনের স্বপ্ন সার্থক করি। মনে রাখবেন মাদকাসক্তি কখনই শান্তি অথবা জীবনশৈলীর মান বজায় রাখেনা। একটি পুরনো #মনকিবাত অনুষ্ঠান পর্ব সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি, যেখানে মাদকাসক্তি কাটিয়ে ওঠার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।