নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ৯ ফেব্রুয়ারি, জঙ্গিপুর পুলিশ জেলার ফের এক বড়ো সাফল্য অর্জন করল। চোরাই বাইকের পর তরল নিষিদ্ধ মাদক সহ গ্রেপ্তার পাঁচ পাচারকারীকে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ।ধৃতের নাম পিন্টু সেখ, সালমান সেখ, মাতিন সেখ, গাজলু সেখ, অন্নর সেখ।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে তারা আগেই নজর রাখছিল। তারপর অভিযান চালিয়ে পাঁচজনের কাছ থেকে পনেরো লিটার(১৫)নিষিদ্ধ তরল মাদক উদ্ধার করে।জানা গিয়েছে, গাজলু সেখ লালগোলার বাসিন্দা ও বাকি ধৃতরা রঘুনাথগঞ্জ থানা এলাকার বাসিন্দা।ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতে রেখে আদালতে তোলা হবে।