ফের উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ডে থেকে মাদক পাচারের ছক! পাচারের পরিকল্পনা ভেস্তে দিয়ে বিলাসবহুল গাড়ি সমেত নাগাল্যান্ডের মাদক পাচারের গ্যাংকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তরবঙ্গ টাস্কফোর্স ফুলবাড়ী ঘোষপুকুর এলাকায় অভিযান চালায়।
ঘোষপুকুর রোডে এনজিপি পুলিশের সহায়তায় একটি বিলাসবহুল গাড়ি কে আটক করতেই মাদকচক্রের রহস্য ভেদ হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে কুড়ি হাজার নিষিদ্ধ নেশা সামগ্রী ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। গাড়িতে থাকা তিন জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম ঝন্টু সরকার (২৬), সোয়েব নবী(৩৯) সমদ মোল্লা(৩৩)।
ধৃতরা প্রত্যেকেই মুর্শিদাবাদের বাসিন্দা। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় ৬৬৫০০টাকা। ধৃতদের গৌহাটি হয়ে শিলিগুড়িকে করিডর করে মুর্শিদাবাদের পাচারের উদ্দ্যেশ্যে ছিল। টাস্কফোর্স সূত্রে জানা গিয়েছে ধৃতদের হেফাজতে নিয়ে নাগাল্যান্ডের কিংপিন খোঁজে নামবে রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স। কারণ দিন প্রতিদিন নাগাল্যান্ড থেকে এরাজ্যকে মাদক পাচারের করিডোর গড়ে তোলা হচ্ছে।
পূর্বে তাজপুর স্কিল গ্রেপ্তার করেছিল সে ক্ষেত্রে তাদের নাগাল্যান্ডের সেন্টারের সঙ্গে সরাসরি যোগাযোগের তথ্য সামনে আসে। ফলত এ রাজ্যে মাদকের হাত বদল করে হাওয়ালাই করে সে অর্থ জঙ্গিগোষ্ঠী মদতে ব্যবহার করা হচ্ছে কিনা, রাজ্যকে কোনো বড় পরিকল্পনার নিশানা তৈরী করছে কিনা নাগাল্যান্ড তথা উত্তর-পূর্বের রাজ্যগুলি তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন – শরদ পাওয়ারের টেররিস্টের সাথে যোগাযোগ ছিল, এইরকম একজন রাষ্ট্রপতি হলে দেশে টেররিজম বাড়বে, দিলীপ
উল্লেখ্য, ফের উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ডে থেকে মাদক পাচারের ছক! পাচারের পরিকল্পনা ভেস্তে দিয়ে বিলাসবহুল গাড়ি সমেত নাগাল্যান্ডের মাদক পাচারের গ্যাংকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স। জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে উত্তরবঙ্গ টাস্কফোর্স ফুলবাড়ী ঘোষপুকুর এলাকায় অভিযান চালায়।
ঘোষপুকুর রোডে এনজিপি পুলিশের সহায়তায় একটি বিলাসবহুল গাড়ি কে আটক করতেই মাদকচক্রের রহস্য ভেদ হয়। গাড়িতে তল্লাশি চালিয়ে কুড়ি হাজার নিষিদ্ধ নেশা সামগ্রী ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ। গাড়িতে থাকা তিন জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম ঝন্টু সরকার (২৬), সোয়েব নবী(৩৯) সমদ মোল্লা(৩৩)।