নিজস্ব সংবাদদাতা,মালদা, ২৫শে নভেম্বর :মাদক বিক্রির প্রতিবাদ করায় স্ত্রীকে গলা টিপে প্রাণনাশের চেষ্টা করল স্বামী। আহত স্ত্রী বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার ঘোড়াপীর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে আহত স্ত্রীর নাম কনক বড়াই। তার পরিবারের সদস্যরা জানান, বেশ কয়েক বছর আগে অরুণ বড়াই এর সাথে বিয়ে হয়। সেই সময় সে শ্রমিকের কাজ করতো। বেশ কিছুদিন ধরে সে গাঁজা বিক্রি করছে। এই ঘটনা স্ত্রী দেখে নেয়। এরপরই স্ত্রী অরুনকে এই ব্যবসা বন্ধ করতে বলি। কিন্তু বারবার নিষেধ করা সত্ত্বেও কোনো সুরাহা হয় নি। এদিন রাত্রিবেলা আবার গাঁজা বিক্রি করছিল অরুণ।ঘটনা দেখতে পেয়ে স্ত্রী এর প্রতিবাদ করলে স্ত্রীকে বেধড়ক মারধর করে গলা টিপে খুনের চেষ্টা করে অরুণ।গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্বামী অরুণ বড়াই। গোটা ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।