আলিপুরদুয়ার – মাদারিহাটে সকালবেলায় ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান—একটি ল্যাবরেটরি ও একটি সেলুন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোকান খুলে ব্লাড সাম্পেল আনতে বেরিয়েছিলেন ল্যাব মালিক চঞ্চল সূত্রধর। কিন্তু নির্দিষ্ট স্থানে পৌঁছানোর আগেই তাঁর কাছে ফোন যায় যে দোকানে আগুন লেগেছে। খবর পেয়েই দ্রুত ছুটে আসেন তিনি।
ঘটনাস্থল মাদারিহাট বিডিও অফিসের উল্টোদিকে। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে চঞ্চল সূত্রধরের ল্যাবরেটরি এবং পাশের প্রকাশ শিলের সেলুন। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। কিছু সময় পর বীরপাড়া থেকে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীর তৎপরতায় আগুন অন্যত্র ছড়ানোর আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে এখনো স্পষ্ট নয় ঠিক কীভাবে এই আগুন লাগল। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে মাদারিহাট থানার পুলিশ এবং দমকল বিভাগের আধিকারিকরা। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
