মাদারের জন্মদিনে মুক, বধিরদের পাশে পড়ুয়ারা

মাদারের জন্মদিনে মুক, বধিরদের পাশে পড়ুয়ারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মাদারের জন্মদিনে মুক, বধিরদের পাশে পড়ুয়ারা। শুক্রবার পালিত হল বিশ্ব জননী মাদার টেরেসার জন্মদিন। এই দিনটিতে রাজ্য সমাজ কল্যান দপ্তরের অধীনস্থ সূর্যোদয় মুক ও বধির আবাসিক স্কুলের আবাসিকদের নিয়ে এক সেবা মূলক কর্মসূচি গ্রহণ করল রায়গঞ্জের একটি বেসরকারি স্কুলের পড়ুয়ারা।

 

জানা গেছে, এদিন মাদারের ১১২তম জন্মদিনের পূণ্য লগ্নে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ওই বিদ্যালয়ে। বিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ বাবু বলেন, মাদার টেরেসা আর্ত, পীড়িত মানুষের সেবায় তাঁর সমস্ত জীবন নিয়োজিত করেছিলেন। তাই তাঁর জন্মদিনটি পালন করার উদ্দেশ্যে এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় মুখ- বধির স্কুলে পৌঁছে যায় স্কুলের ছাত্র-ছাত্রী সহ প্রিন্সিপাল ও কিছু শিক্ষক -শিক্ষিকার একটি টিম।

 

সেখানেই তারা ছোট ছোট শিশুদের সাথে সময় কাটায় ও স্কুলের ছাত্র -ছাত্রীদের পক্ষ থেকে বাচ্চাদের হাতে বেঁধে দেওয়া হয় রাখি। আর তাদের হাতে তুলে দেওয়া হয় কিছু খাদ্য সামগ্রী। দিনটি তাদের সাথে কাটাতে পেরে স্বভাবতই বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা খুবই খুশি। ছাত্র-ছাত্রীদের দেওয়া সামগ্রী পেয়ে তাদের আনন্দের অভিব্যক্তিও ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে মাদার টেরেসার জন্মদিনটির এই ভাবে উযাপন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নৈতিক ও মানবিক শিক্ষার বিকাশে সহায়ক হয়ে উঠবে।

আরও পড়ুন – নিজের মেয়ে নাতনির ওপরে এসিড ছুড়ে মারলো নিজেরই মা বাবা সঙ্গে বাদ গেল না নিজেদের নাতনও

উল্লেখ্য, শুক্রবার পালিত হল বিশ্ব জননী মাদার টেরেসার জন্মদিন। এই দিনটিতে রাজ্য সমাজ কল্যান দপ্তরের অধীনস্থ সূর্যোদয় মুক ও বধির আবাসিক স্কুলের আবাসিকদের নিয়ে এক সেবা মূলক কর্মসূচি গ্রহণ করল রায়গঞ্জের একটি বেসরকারি স্কুলের পড়ুয়ারা। জানা গেছে, এদিন মাদারের ১১২তম জন্মদিনের পূণ্য লগ্নে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ওই বিদ্যালয়ে। বিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ বাবু বলেন, মাদার টেরেসা আর্ত, পীড়িত মানুষের সেবায় তাঁর সমস্ত জীবন নিয়োজিত করেছিলেন।

 

তাই তাঁর জন্মদিনটি পালন করার উদ্দেশ্যে এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত সূর্যোদয় মুখ- বধির স্কুলে পৌঁছে যায় স্কুলের ছাত্র-ছাত্রী সহ প্রিন্সিপাল ও কিছু শিক্ষক -শিক্ষিকার একটি টিম। সেখানেই তারা ছোট ছোট শিশুদের সাথে সময় কাটায় ও স্কুলের ছাত্র -ছাত্রীদের পক্ষ থেকে বাচ্চাদের হাতে বেঁধে দেওয়া হয় রাখি। আর তাদের হাতে তুলে দেওয়া হয় কিছু খাদ্য সামগ্রী। দিনটি তাদের সাথে কাটাতে পেরে স্বভাবতই বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা খুবই খুশি। ছাত্র-ছাত্রীদের দেওয়া সামগ্রী পেয়ে তাদের আনন্দের অভিব্যক্তিও ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে মাদার টেরেসার জন্মদিনটির এই ভাবে উযাপন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নৈতিক ও মানবিক শিক্ষার বিকাশে সহায়ক হয়ে উঠবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top