রাজ্য – মাধ্যমিকের ফলপ্রকাশ হল। ২০২৫ সালের। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। গতবারের থেকে পাশের হার বেড়েছে। পরীক্ষার ৭০ দিনের মাথায় হল ফলপ্রকাশ। শুক্রবার সকাল ৯টায় ফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান রামানুজ গঙ্গোপাধ্যায়। ফল প্রকাশের পর সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা বিভিন্ন ওয়েবসাইট এবং এসএমএস-র মাধ্যমে তাদের ফল জানতে পারবে।এবছর পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় হল ফলপ্রকাশ। এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট ৯,৮৪,৭৫৩ জন নাম নথিভুক্ত করেছে। এদের মধ্যে ছাত্র ৪,২৮,৮০৩ জন এবং ছাত্রী ৫,৫৫,৯৫০। গত বছরের তুলনায় এ বছরের মাধ্যমিকে ৬৫ হাজারের বেশি পড়ুয়া পরীক্ষা দিয়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ন’লক্ষের বেশি।
এবছর পাশের হার ৮৬.৫৬ শতাংশ। প্রথম দশে আছে ৬৬ জন। প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন স্কুলের অদৃত সরকার। দ্বিতীয় স্থানে আছে দু’জন। মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের অনুভব বিশ্বাস ও বাঁকুড়া বিষ্ণুপর হাইস্কুলের সৌম্য পাল। তৃতীয় হয়েছে বাঁকুড়া কোতুলপুর হাইস্কুলের ঈশানী চক্রবর্তী। পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা।
