নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ২৪ ফেব্রুয়ারি, মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে সোমবার সকালে শিলিগুড়ির বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন সকালে তিনি প্রথমেই জান শিলিগুড়ি হাকিম পাড়া বালিকা বিদ্যালযয়ে। এরপর নেতাজি হাই স্কুল ও ঘোঘমালি হাই স্কুলে পরিদর্শনে যান শিক্ষা মন্ত্রী।
এদিন শিক্ষামন্ত্রীর সাথে ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। এদিন শিক্ষামন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রশ্নপত্র ফাঁস নিয়ে কিছু ব্যক্তি এই ধরনের কাজ করছে, তবে যদি কোন ছাত্র এই ধরনের কাজে যুক্ত থাকে ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে পর্ষদের আইন অনুযায়ী। তবে এদিন শিক্ষা মন্ত্রী জানিয়েছেন চলতি বছরের পরীক্ষা যথেষ্ট ভালো হচ্ছে কোথাও কোনো রকম প্রশ্নপত্র ফাঁসের খবর নেই।