মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠভাবে করতে প্রতিটি জেলায় মনিটারিং কমিটি। মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠভাবে করতে প্রতিটি জেলায় মনিটারিং কমিটি করা হল। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিকের পরীক্ষা। তার আগে সমস্ত প্রস্তুতি সারতে চাইছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা সুস্থ, অবাধ ও নির্বিঘ্নে করতে জেলায় জেলায় মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের কার কী কাজ হবে, সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে।
এছাড়া মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কী কী ব্যবস্থা রাখতে হবে তারও একটি স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সিসিটিভি রাখতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচাগার, পর্যাপ্ত পানীয় জল, পর্যাপ্ত আসবাবপত্র, বেঞ্চ, আলো, কোনও পরীক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য আলাদা ঘর বরাদ্দ করা, আলাদা করে পরীক্ষার্থীদের ব্যাগ রাখার ঘর-সহ যাবতীয় সুষ্ঠু বন্দোবস্ত করতে হবে।
আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা
উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠভাবে করতে প্রতিটি জেলায় মনিটারিং কমিটি করা হল।আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিকের পরীক্ষা। তার আগে সমস্ত প্রস্তুতি সারতে চাইছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা সুস্থ, অবাধ ও নির্বিঘ্নে করতে জেলায় জেলায় মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যদের কার কী কাজ হবে, সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে। এছাড়া মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কী কী ব্যবস্থা রাখতে হবে তারও একটি স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, সিসিটিভি রাখতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচাগার, পর্যাপ্ত পানীয় জল, পর্যাপ্ত আসবাবপত্র, বেঞ্চ, আলো, কোনও পরীক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে তার জন্য আলাদা ঘর বরাদ্দ করা, আলাদা করে পরীক্ষার্থীদের ব্যাগ রাখার ঘর-সহ যাবতীয় সুষ্ঠু বন্দোবস্ত করতে হবে।