মুর্শিদাবাদ জেলা পুলিশের মানবিক মুখ দেখা গেলো আবার । মধ্যরাত্রিতে এলাকার মানুষের রক্তের প্রয়োজনে এগিয়ে এলো পুলিশ । শীতের মধ্যেরাত্রে যখন সবাই লেপের তলায় গরম ধরিয়ে ঘুমোতে ব্যাস্ত তখন এলাকার মানুষের বিপদে পাশে দাড়াতে পাশে এগিয়ে এলো মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার পুলিশ ।
রানিতলা থানা এলাকার বেগুনডিহি গ্রামের মাবুদ শেখ ও আজমল শেখ কিছুদিন থেকে অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হসপিটালে । মাবুদ শেখ এর রক্তের গ্রুপ B+ ও আজমল শেখ এর রক্তের গ্রুপ O+ । দুজনের জন্যই জরুরি ভিত্তিতে চার বোতল রক্তের প্রয়োজন ।
বাড়ির লোক চারিদিকে রক্তের খোঁজ করলেও কোথাও পায়নি রক্ত। পৌরসভা নির্বাচনের কারণে বন্ধ রয়েছে সেচ্ছায় রক্তদান শিবির । আর সেচ্ছয় রক্তদান শিবির বন্ধ থাকায় ব্লাড ব্যাংকগুলীতে রক্তের আকাল পড়েছে । খবর পেয়েই জরুরি ভিত্তিতে রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনীন্দম দাস এর নেতৃত্বে শুরু হয় রক্তদাতাদের খোঁজ ।
আর ও পড়ুন গাড়ি দুর্ঘটনার কবলে বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর
শেষে শীতের রাত্রে রানিতলা থানার সাব ইন্সপেক্টর প্রদীপ্ত দাস এর উদ্যোগে থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনীন্দম দাস ও থানার সিভিক ভলেন্টিয়ার আকসারুল ইসলাম , সুরুজ্জামান শেখ , ঠাকুরদাস মন্ডল প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার এসে এলাকার অসুস্থ রোগীদের জন্য সেচ্ছায় রক্তদান করেন ।
রোগী মাবুদ শেখ এর ছেলে বলেন বাবার রক্তের প্রয়োজন হয় কোথাও রক্তের খোঁজ না পেয়ে জরুরি ভিত্তিতে থানায় যোগাযোগ করি আর তারপরই এই শীতের রাত্রে থানার ভারপ্রাপ্ত অধিকারীক নিজেই এসে আমার বাবার জন্য রক্তদান করেন । পুলিশের এই মানবিক মুখ দেখে খুশি সকলেই ।
উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলা পুলিশের মানবিক মুখ দেখা গেলো আবার । মধ্যরাত্রিতে এলাকার মানুষের রক্তের প্রয়োজনে এগিয়ে এলো পুলিশ । শীতের মধ্যেরাত্রে যখন সবাই লেপের তলায় গরম ধরিয়ে ঘুমোতে ব্যাস্ত তখন এলাকার মানুষের বিপদে পাশে দাড়াতে পাশে এগিয়ে এলো মুর্শিদাবাদ জেলার রানিতলা থানার পুলিশ ।
রানিতলা থানা এলাকার বেগুনডিহি গ্রামের মাবুদ শেখ ও আজমল শেখ কিছুদিন থেকে অসুস্থ হয়ে ভর্তি রয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হসপিটালে । মাবুদ শেখ এর রক্তের গ্রুপ B+ ও আজমল শেখ এর রক্তের গ্রুপ O+ । দুজনের জন্যই জরুরি ভিত্তিতে চার বোতল রক্তের প্রয়োজন ।
বাড়ির লোক চারিদিকে রক্তের খোঁজ করলেও কোথাও পায়নি রক্ত। পৌরসভা নির্বাচনের কারণে বন্ধ রয়েছে সেচ্ছায় রক্তদান শিবির । আর সেচ্ছয় রক্তদান শিবির বন্ধ থাকায় ব্লাড ব্যাংকগুলীতে রক্তের আকাল পড়েছে । খবর পেয়েই জরুরি ভিত্তিতে রানিতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনীন্দম দাস এর নেতৃত্বে শুরু হয় রক্তদাতাদের খোঁজ ।