বেঙ্গালুরু – বেঙ্গালুরুতে ভাষা নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিয়ো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যায়, এক তরুণ রাগত স্বরে অটোচালককে বলছেন, “বেঙ্গালুরুতে অটো চালাতে হলে হিন্দি বলতেই হবে।” জবাবে অটোচালক দৃঢ়তার সঙ্গে বলেন, “আমি কন্নড় বলব। আপনি বেঙ্গালুরুতে এসেছেন, কন্নড় শিখুন।ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, তরুণ তার বান্ধবীর সঙ্গে হাঁটছিলেন এবং রাগের মাথায় অটোচালকের সঙ্গে বাগবিতণ্ডা শুরু করেন। বান্ধবী তাকে শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি উত্তপ্ত হয়। একজন পথচারী মোবাইলে ভিডিয়োটি রেকর্ড করেন। ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ অটোচালকের ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেও অনেকে তরুণের আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে সমালোচনা করেছেন। তারা মনে করেন, স্থানীয় ভাষার প্রতি সম্মান দেখানো উচিত।
