কলকাতা – শুক্রবার সাতসকালে ফের ইডির (ED) অভিযান শহরে। ২০১৫ সালের একটি মানব পাচার মামলায় দক্ষিণ দমদমে এক সিভিল ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ওই মামলায় টাকা পাচার ও আর্থিক লেনদেনের বিভিন্ন দিক খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকেই ইডির একটি টিম দক্ষিণ দমদমের ওই বাড়িতে পৌঁছে যায়। শুরু হয় তল্লাশি অভিযান। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। সংস্থার তরফে ইতিমধ্যেই বেশ কিছু আর্থিক নথি ও ডিজিটাল ডেটা জব্দ করা হয়েছে বলে জানা গিয়েছে। তদন্তকারীরা মনে করছেন, মানব পাচারের এই মামলার পেছনে আর্থিক লেনদেনের একটি বড় চক্র সক্রিয় ছিল, যাদের যোগসূত্র খোঁজার চেষ্টা চলছে।
২০১৫ সালের সেই মামলাটিতে আগে থেকেই কয়েকজনের নাম উঠে এসেছিল, এবং ইডির দাবি— নতুন এই তল্লাশিতে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। তল্লাশি শেষে ইডি দফতরে ডেকে পাঠানো হতে পারে ওই সিভিল ইঞ্জিনিয়ারকেও।




















