মানিকচকে আম আদমি পাটীতে যোগদান একদল যুবকের

মানিকচকে আম আদমি পাটীতে যোগদান একদল যুবকের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মানিকচকে আম আদমি পাটীতে যোগদান একদল যুবকের। দিল্লী পাঞ্চাব দখলের পর এবারে আপের নজরে পশ্চিমবঙ্গ। আগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন শক্তিশালী করতে মরিয়া মানিকচক ব্লক আম আদমি পাটী।

 

আম আদমি পাটীর সুপ্রিম অরবিন্দ কেজরিওয়ালের কাজে অনুপ্রানিত হয়ে মানিকচকের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় কুড়িজন যুবক আম আদমি পাটীতে যোগদান করেন। নবাগত একদল যুবকের হাতে দলীয় পতাকা তুলে দেন মানিকচক ব্লক আম আদমি পাটী সভাপতি আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন আপ নেতা গোলাম মোস্তফা, ভোলা চৌধুরী, ঝাড়ুলাল মন্ডল সহ আপ নেতাকর্মীরা।

আরও পড়ুন – মদ খাওয়ার প্রতিবাদ করে আক্রান্ত এক হোমিওপ্যাথি চিকিৎসক ও তার বৃদ্ধ বাবা

মানিকচকে আম আদমি পাটীতে যোগদান একদল যুবকের। দিল্লী পাঞ্চাব দখলের পর এবারে আপের নজরে পশ্চিমবঙ্গ। আগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন শক্তিশালী করতে মরিয়া মানিকচক ব্লক আম আদমি পাটী।

আরও পড়ুন – নিম্নচাপের জের, সুন্দরবনের ভাঙ্গাবাধ পরিদর্শনে সেচ দপ্তরের আধিকারিকরা

আম আদমি পাটীর সুপ্রিম অরবিন্দ কেজরিওয়ালের কাজে অনুপ্রানিত হয়ে মানিকচকের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় কুড়িজন যুবক আম আদমি পাটীতে যোগদান করেন।নবাগত একদল যুবকের হাতে দলীয় পতাকা তুলে দেন মানিকচক ব্লক আম আদমি পাটী সভাপতি আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন আপ নেতা গোলাম মোস্তফা, ভোলা চৌধুরী, ঝাড়ুলাল মন্ডল সহ আপ নেতাকর্মীরা।

 

উল্লেখ্য, মানিকচকে আম আদমি পাটীতে যোগদান একদল যুবকের। দিল্লী পাঞ্চাব দখলের পর এবারে আপের নজরে পশ্চিমবঙ্গ। আগত গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন শক্তিশালী করতে মরিয়া মানিকচক ব্লক আম আদমি পাটী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top