মানিকচকে স্কুলে ঢুকে ভিডিও করা নিয়ে উওেজনা। স্কুলে ঢুকে ভিডিও করা নিয়ে সোমবার উওেজনা ছড়িয়ে পরে মালদার মানিকচকের নুরপুর নতুনটোলা প্রাথমিক বিদ্যালয়ে।অভিযোগ,বহিরাগত কয়েকজন স্কুলে ঢুকে পঠনপাঠন নিয়ে প্রশ্ন করে শিক্ষক সামেদ আলিকে। এই নিয়ে উওেজনা ছড়িয়ে পড়ে স্কুলে। পরে এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়।তাতে এই শিক্ষককে মারধর করতে দেখা গিয়েছে।যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক সামেদ আলি।
পালটা তাকেই ওই বহিরাগতরা চাঁদা নিয়ে হেনস্তা করেছে বলে অভিযোগ করেছেন তিনি।স্থানীয় একটি ক্লাবের তরফে মানিকচক থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।ক্লাবের সম্পাদক শেখ নাদিন অভিযোগ করে বলেন,২৫ শে ডিসেম্বর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমাদর ছেলেরা স্কুলে আমন্ত্রণ জানাতে গিয়েছিল।পড়ুয়াদের প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন জানানো হয়েছিল।
আরও পড়ুন – মহাসমারোহে শুরু হল অষ্টম বর্ষ পানিহাটি উৎসব ও বইমেলা
কিন্তু ওই শিক্ষক অযথা সমস্যা তৈরি করেন।এদিন স্কুলে কোন পড়ুয়া ছিল না।শিক্ষকরাও আসেননি।এই নিয়ে প্রশ্ন করতেই ক্ষেপে গিয়ে ওই শিক্ষক আমাদের ক্লাবের দুই ছেলে রাহুল শেখ ও মহঃ সোহেলের গায়ে হাত তোলেন।বিষয়টি মোবাইল ভিডিও করে রাখা হয়েছে।তাছাড়া ওই স্কুলে পড়াশোনা ঠিকমতো হয় না। যদিও ক্লাবের আনা অভিযোগ উড়িয়ে দিয়েছেন শিক্ষক সামেদ আলি। তার বক্তব্য জোর করে স্কুলে ঢুকে ক্লাবের ছেলেরা আমার থেকে ছয় হাজার টাকা দাবি করেন।আমি টাকা দিতে অস্বীকার করলে তারা গোন্ডগোল শুরু করে দেয়।আমাকে হেনস্তা করে।সম্পর্ন ভিডিও ওরা দেয়নি।মারধরের অভিযোগ ভিওিহীন। মানিকচকে স্কুলে