মানুষজনকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে কোমর বেঁধেছে কলকাতা পুরসভা। শহর কলকাতার মানুষজনককে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই কোমর বেঁধেছে কলকাতা পুরসভা। কলকাতার মেয়র পদে শপথ গ্রহণের পর থেকেই জমা জল যন্ত্রণা থেকে শহর কলকাতাকে যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়া যায় সে লক্ষ্যে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে ফিরহাদ হাকিম।
এদিন কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডে কেইআইপি এর ড্রেনেজ সিস্টেম এর কাজ এর শুভ সূচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম। কাজটি কেউ আইপি করলেও কলকাতা পুরসভার ড্রেনেজ বিভাগের পর্যবেক্ষণে এই কাজটি করা হবে বলে জানালেন ফিরহাদ। মূল রাস্তার নিচে দিয়ে বড় আকারের ড্রেনেজ পাইপ বসানোর দায়িত্ব কেইআই পি এর।
আর ও পড়ুন সময়ের স্রোতে হারিয়ে যাচ্ছে হলুই গান বা হোলবোল গান
মূল রাস্তার সঙ্গে সংযোগকারী গলির রাস্তা গুলির মধ্যে থেকে লিংক লাইনগুলি যুক্ত করার দায়িত্ব কলকাতা পুরসভার। এই ১০৯ নম্বর ওয়ার্ডে বসানো হতে চলেছে অত্যাধুনিক শক্তিশালী জার্মান পাম্পিং মেশিন। বৃষ্টির জমা জল দূর করতে এই পাম্পিং মেশিন টি এক হাজার কিউসেক জল পাম্প করে বের করতে সক্ষম। এই প্রোজেক্টের জন্য ১২৫ কোটি টাকা ধার্য করা হয়েছে।
আগামী দিনে ১০৯এর পাশাপাশি ১০৮ নম্বর ওয়ার্ডেও এই ধরনের কাজ করা হবে বলেও জানালেন ফিরহাদ। পাশাপাশি জল নিষ্কাশন এর জন্য অতি দ্রুত শহর কলকাতার চ্যানেলগুলিতে ড্রেজিংয়ের কাজ শুরু করার বিষয়েও রাজ্য সরকারের ইরিগেশন সেচ দপ্তরের সঙ্গে কথাবার্তা পাকা হয়েছে বলে জানালেন ফিরহাদ।
উল্লেখ্য, মানুষজনকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে কোমর বেঁধেছে কলকাতা পুরসভা। শহর কলকাতার মানুষজনককে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যেই কোমর বেঁধেছে কলকাতা পুরসভা। কলকাতার মেয়র পদে শপথ গ্রহণের পর থেকেই জমা জল যন্ত্রণা থেকে শহর কলকাতাকে যত দ্রুত সম্ভব মুক্তি দেওয়া যায় সে লক্ষ্যে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে ফিরহাদ হাকিম। এদিন কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডে কেইআইপি এর ড্রেনেজ সিস্টেম এর কাজ এর শুভ সূচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম। কাজটি কেইআইপি করলেও কলকাতা পুরসভার ড্রেনেজ বিভাগের পর্যবেক্ষণে এই কাজটি করা হবে বলে জানালেন ফিরহাদ। মূল রাস্তার নিচে দিয়ে বড় আকারের ড্রেনেজ পাইপ বসানোর দায়িত্ব কেইআই পি এর।
মূল রাস্তার সঙ্গে সংযোগকারী গলির রাস্তা গুলির মধ্যে থেকে লিংক লাইনগুলি যুক্ত করার দায়িত্ব কলকাতা পুরসভার। এই ১০৯ নম্বর ওয়ার্ডে বসানো হতে চলেছে অত্যাধুনিক শক্তিশালী জার্মান পাম্পিং মেশিন। বৃষ্টির জমা জল দূর করতে এই পাম্পিং মেশিন টি এক হাজার কিউসেক জল পাম্প করে বের করতে সক্ষম। এই প্রোজেক্টের জন্য ১২৫ কোটি টাকা ধার্য করা হয়েছে।আগামী দিনে ১০৯এর পাশাপাশি ১০৮ নম্বর ওয়ার্ডেও এই ধরনের কাজ করা হবে বলেও জানালেন ফিরহাদ। পাশাপাশি জল নিষ্কাশন এর জন্য অতি দ্রুত শহর কলকাতার চ্যানেলগুলিতে ড্রেজিংয়ের কাজ শুরু করার বিষয়েও রাজ্য সরকারের ইরিগেশন সেচ দপ্তরের সঙ্গে কথাবার্তা পাকা হয়েছে বলে জানালেন ফিরহাদ।