মানুষ যাকে চাইবে সেই প্রার্থী হবে: উদয়ন গুহ। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনী পালিত হলো কোচবিহার সুকান্ত মঞ্চে।এদিনের বিজয়া সম্মেলনে উপস্থিত ছিলেন, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা রবীন্দ্রনাথ ঘোষ,উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা ও কর্মীবৃন্দরা।
উল্লেখ শারদীয়ার দুর্গোৎসবের পর রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি কোচবিহার জেলা জুড়েও অনুষ্ঠিত হচ্ছে বিজয়া সম্মেলনী। কার্যত সেই আঙ্গিকেই বৃহস্পতিবার বিকেলবেলা কোচবিহার স্টেশন রোড সংলগ্ন সুকান্ত মঞ্চে বিজয়া সম্মেলনে অনুষ্ঠিত হয়।
মূলত এদিনের সভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূলের একাধিক নেতৃবর্গ। পাশাপাশি বক্তব্য রাখেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। উল্লেখ্য বছর ঘুরে ২৩শে পদার্পনের সাথেই রাজ্যে শুরু হবে পঞ্চায়েত ভোটের রণবাদ্য। স্বভাবতই, ঠিক তাঁর আগেই কার্যত, জেলার সমস্ত নেতা নেত্রীদের উদ্দেশ্য পঞ্চায়েত ভোটের প্রার্থী নির্বাচন প্রসঙ্গে বক্তব্য রাখলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহার জেলার দিনহাটা বিধানসভার বিধায়ক উদয়ন গুহ।
আরও পড়ুন- পেনশন না পাওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন পেনশন প্রাপকরা
এদিন এই বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে দলের নেতা-নেত্রীদের উদ্দেশ্যে উদয়ন গুহ বলেন, অতীতের মতো জেতা নয়, নতুন ভাবে জিততে হবে। প্রত্যেকটি আসনে ভোট হবে। এছাড়াও সবকটি আসনে যাতে বিরোধীরা প্রার্থী দিতে পারে সেদিকের সকলের নজর রাখতে হবে।
পাশাপাশি যারা দলের থেকে পঞ্চায়েত ভোটের প্রার্থী হবে তাদের সকলে জিতবে বলে এই শপথ নিতে হবে আজকে এই সম্মেলন থেকে, দলের সমস্ত নেতানেত্রী উদ্দেশ্য কার্যত এমনটাই মন্তব্য করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পাশাপাশি তিনি আরও বলেন,এবার আর জোর করে প্রার্থী চাপিয়ে দেওয়া নয়, কোন দাদা দিদিকে ধরে নয়, ব্লক স্তর থেকে শুরু করে যারা সর্বদা মানুষের পাশে থাকে জনগন যাকে চাইবে সেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী হবেন। মূলত উদয়ন বাবুর এরূপ মন্তব্যের পরেই জেলার জুড়ে একপ্রকার পঞ্চায়েত ভোটের দামামা বেজেই গেল তা বলাই বাহুল্য।।