রেনুকা মান্ডির হাতে ভাইফোঁটা নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

রেনুকা মান্ডির হাতে ভাইফোঁটা নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মান্ডির

রেনুকা মান্ডির হাতে ভাইফোঁটা নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বেলা ১২ টা নাগাদ বহরমপুর থানার মাঝদিয়া গোরাবাজার এলাকায় বোন রেলুকার হাতে ভাইফোঁটা নেওয়ার জন্য সকাল সকাল হাজির হয়ে যান অধীর বাবু।

 

এদিন ফলমূল, মিষ্টি ও নতুন বস্ত্র হাতে তুলে দিয়ে “যমের দুয়ারে পরল কাটাঁ, আমি দিই আমার ভাইকে ফোঁটা ” মন্ত্র উচ্চারনের মধ্যে দিয়ে চন্দনের টিপ কপাকে দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে অধীর বাবুকে ফোঁটা দিলেন রেনুকা দেবী।

 

উল্লেখ্য এই রেনুকা দেবী ২০১৯ সালের লোকসভা নির্বাচনের দিন নিজের ছেলের মৃতদেহ লাশকাটা ঘরে ফেলে রেখে অধীর বাবুকে নির্বাচনে জেতানোর উদ্দ্যেশ্যে নিয়ে তার বহুমূল্যবান একটি ভোট বাবুকে দেওয়ার জন্য ভোট কেন্দ্রে ছুটে যান। তখনও অধীর বাবু জানতেন না এই বোন তারজন্য এতবড় ত্যাগ স্বীকার করেছেন।

 

আর ও পড়ুন    তৃণমূল কংগ্রেসকে কূপমণ্ডূক বলে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

 

ঘটনার কথা সংবাদ মাধ্যমে চাউর হতেই পরের দিন অধীর বাবু ছুটে যান রেনুকা মান্ডির বাড়ি। তারপর সেখানে গিয়ে রেনুকা মান্ডিকে ছেলে হারানোর শোকের শান্তনা দিয়ে বোন হিসাবে তাকে গ্রহণ করেন। সেই থেকে ভাইফোঁটা বা রাখী বন্ধন উৎসবে অধীর বাবু ছুটে যান তার বোন রেনুকা মান্ডির বাড়ি।

 

উল্লেখ্য, রেনুকা মান্ডির হাতে ভাইফোঁটা নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার বেলা ১২ টা নাগাদ বহরমপুর থানার মাঝদিয়া গোরাবাজার এলাকায় বোন রেলুকার হাতে ভাইফোঁটা নেওয়ার জন্য সকাল সকাল হাজির হয়ে যান অধীর বাবু। এদিন ফলমূল, মিষ্টি ও নতুন বস্ত্র হাতে তুলে দিয়ে “যমের দুয়ারে পরল কাটাঁ, আমি দিই আমার ভাইকে ফোঁটা ” মন্ত্র উচ্চারনের মধ্যে দিয়ে চন্দনের টিপ কপাকে দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে অধীর বাবুকে ফোঁটা দিলেন রেনুকা দেবী।

 

উল্লেখ্য এই রেনুকা দেবী ২০১৯ সালের লোকসভা নির্বাচনের দিন নিজের ছেলের মৃতদেহ লাশকাটা ঘরে ফেলে রেখে অধীর বাবুকে নির্বাচনে জেতানোর উদ্দ্যেশ্যে নিয়ে তার বহুমূল্যবান একটি ভোট বাবুকে দেওয়ার জন্য ভোট কেন্দ্রে ছুটে যান। তখনও অধীর বাবু জানতেন না এই বোন তারজন্য এতবড় ত্যাগ স্বীকার করেছেন।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top