‘মান্থা’র প্রভাবে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি, উপকূলজুড়ে সতর্কতা জারি

‘মান্থা’র প্রভাবে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি, উপকূলজুড়ে সতর্কতা জারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পূর্ব মেদিনীপুর – বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মান্থা’–র প্রভাবে পূর্ব মেদিনীপুর উপকূলজুড়ে রাত থেকেই চলছে টানা ভারী বৃষ্টি। বিশেষ করে দীঘা, তাজপুর, মান্দারমনি ও শঙ্করপুর উপকূল অঞ্চলে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটও বেড়েছে। ফলে দীঘার বিভিন্ন নিচু এলাকায় জল জমে গিয়েছে, এবং স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

গতকাল বিকেলে তমলুক শহরে কালীপুজোর আলোর গেট হাওয়ার দাপটে ভেঙে পড়ে। আজ সকাল থেকেও অব্যাহত রয়েছে ভারী বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আকাশ। উপকূল অঞ্চলে পর্যটকের সংখ্যা অনেকটাই কমে গেছে। সকাল থেকেই সমুদ্রে নামার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

ঝড়ের সতর্কতা জারি করে দীঘা, তাজপুর ও মান্দারমনির সৈকত এলাকায় চলছে মাইকিং। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিচ এলাকায় দড়ি বেঁধে ঘাটগুলিকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কেউ বিপজ্জনকভাবে সমুদ্রে নামতে না পারেন।

এরই মধ্যে বেশ কয়েকটি নিচু এলাকায় জল জমে যাওয়ার খবর পাওয়া গেছে। প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনী পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘণ্টায় উপকূলীয় জেলাগুলিতে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top