নিজস্ব সংবাদদাতা, বিধান নগর, ১ জুলাইঃ▪ সল্টলেকে জমি মাফিয়া রাজীব রঞ্জন কুমারকে গ্রেফতার করে সিআইডি। আজ ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিআইডি।
সূত্রের খবর সল্টলেকের এক বৃদ্ধা মহিলা কয়েক বছর আগে ডিবি ব্লকের ১২২ নম্বর প্লট হস্তান্তর করেন আরবান ডেভলপমেন্ট(নগর উন্নয়ন) দফতরকে। এরপরে বৃদ্ধা মহিলা মুম্বাইয়ে মেয়ের কাছে চলে যান। তারপর কয়েক বছর পর তার মুম্বাইয়ের বাড়িতে ইউডির অফিসার সেজে পৌচ্ছান দুজন ব্যক্তি। নাম রোমি হিরাবত ও বকুল লাড্ডা। ওই বৃদ্ধাকে ভুয়ো ইউডি অফিসার বলেন, আমরা কলকাতার ইউডি দফতর থেকে এসেছি। আপনার সল্টলেকের জমির টাকা দেওয়ার জন্য। ১৫ লক্ষ টাকার চেক দিয়ে বৃদ্ধা মহিলার কাছ থেকে একটি কাগজে সই করিয়ে নেন। সেইসময় বৃদ্ধা মহিলার মেয়ের সন্দেহ হয়। তাদের কাছে ইউডি অফিসারের পরিচয় পত্র দেখতে চান। সেইসময় ওই দুজন ইউডি দফতরের ভুয়ো পরিচয় পত্র দেখান। বৃদ্ধার মেয়ে ভুয়ো পরিচয় পত্রের ছবি তুলে রাখেন। এরপর তিনি কলকাতার ইউডি দফতরের সঙ্গে যোগাযোগ করেন। তাদের পরিচয় পত্রের ছবি পাঠান। সেই ক্ষেত্রে ইউডি দফতরের পক্ষ থেকে জানানো হয়, ওই দুজন ইউডি দফতরের কর্মী নন। এরপরে বৃদ্ধার মেয়ে বিধাননগর উত্তর থানায় মেল মারফত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বিধাননগর উত্তর থানার পুলিশ। পাশাপাশি আরবান ডেভলপমেন্ট দফতরের পক্ষ থেকে সিআইডিতে অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি অফিসাররা। তদন্তে সিআইডি অফিসাররা জানতে পারেন ওই জমিতে বাড়ি করেছেন রাজীব রঞ্জন কুমার।সরকারি জমিতে অবৈধভাবে বাড়ি করেছেন।সকালে সল্টলেক থেকে রাজীব রঞ্জন কুমারকে গ্রেফতার করে সিআইডি।আজ তাদের বিধাননগর আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সিআইডি।