মামলা থেকে মুক্তি পেতেই ক্ষোভ প্রকাশ অম্বিকেশ মহাপাত্রের

মামলা থেকে মুক্তি পেতেই ক্ষোভ প্রকাশ অম্বিকেশ মহাপাত্রের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মামলা থেকে মুক্তি পেতেই ক্ষোভ প্রকাশ অম্বিকেশ মহাপাত্রের। শুক্রবারই কার্টুন মামলা থেকে মুক্তি পেয়েছেন ১১ বছর পর। শনিবার বর্ধমানে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির একাদশ রাজ্য সম্মেলনে যোগ দিয়ে রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন যাদপুরের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র।

 

এদিন বর্ধমানের নিলপুর মোড়ে আয়োজিত ওই সম্মেলনে রাজ্যের শাসকদল ও পুলিশের বিরুদ্ধে তীব্র আক্রমন করে তিনি বলেন, পঞ্চায়েত ভোটে চোখে চোখ রেখে লড়াই করবে হবে। শাসকদল সেটা বুঝে গিয়েছে। তাই পঞ্চায়েত ভোট সুস্থভাবে না করার জন্য শাসকদল দুস্কৃতিদের কাজে লাগাতে চাইবে।

 

রাজ্য সরকারের পুলিশ দুস্কৃতিদের সঙ্গে নিয়ে রাজ্যে গণতন্ত্রের মুখ বন্ধ করার পদক্ষেপ কায়েম রেখেছে। তার ফলে শিলাদিত্য চৌধুরী, সানিয়া ভরদ্বাজ, সুদীপ্ত গুপ্তের মতো ঘটনা ঘটে, রাজ্যে খুন হয়। গণতন্ত্র পুনরুদ্ধার করতে সাধারণ মানুষের পক্ষে লড়াই জারি রাখতে হবে। এদিন তিনি আরও বলেন, আমি কার্টুন আঁকিনি। শেয়ার করেছিলাম। আগামী দিনেও শেয়ার করবো। এনিয়ে কোন দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। কার্টুন সাংস্কৃতিক জগতের গুরুত্বপূর্ণ উপাদান।

আরও পড়ুন – ভারত জোড়ো অভিযানের পরে এবার হাত সে হাত জোড়ো অভিযান

অনেক জটিল বিষয় অতিসংক্ষেপে মানুষের কাছে তুলে ধরা যায়। এটা মানুষকে বোঝানোর একটি সহজ মাধ্যম। রাজ্য সরকার পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে দুস্কৃতিদের সঙ্গে নিয়ে আমার বিরুদ্ধে ফৌজদারী মামলা করেছিল। বেআইনি পদক্ষেপ করে মামলাকে দীর্ঘায়িত করেছিল যাতে কোনভাবেই মামলার সুরাহা বা নিস্পত্তি না হয়। উচ্চ আদালতে জজকোর্টে আবেদন করার ভিত্তিতে মামলার নিস্পত্তি হতে চলেছে। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে ছিলেন সারা ভারত কৃষক সভার নেতা হান্নান মোল্লা, প্রাক্তন সাংসদ সৈদুল হক প্রমুখ। মুক্তি পেতেই

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top