মামার বাড়িতে ঘুরতে এসো ষাঁড়ের গুঁতোয় আহত হল ভাগ্না। আহত ভাগনা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নয় ঘুরিয়া কলোনি এলাকায়।
আহত ভাগনার নাম চন্দন রবিদাস। পেশায় শ্রমিক। তার বাড়ি বৈষ্ণব নগর থানার সম্বল পুর এলাকায়। মামা সঞ্জয় রবিদাস জানাই বৃহস্পতিবার তাদের বাড়িতে ঘুরতে আসে। সেই মতো শহরের রথবাড়ি এলাকায় থেকে অটো ধরে নিমাই সারা এলাকায় যায়। সেখান থেকে হেঁটে রেল ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল। সেই সময় রেলের ট্রাকে উঠে পড়ে একটি ষাঁড়।সেই সময় ওই ট্রাক দিয়ে একটি ট্রেন আসছিল। সেখান ট্রেন হুইসেল দিলে ষাঁড়টি রেল ট্র্যাক থেকে লাফ দিলে চন্দন এর ওপর এসে পড়ে। ঘটনায় চন্দনের মুখে ও বুকে গুরুতর আঘাত লাগে।সেই সময় ওই এলাকায় উপস্থিত লোকেরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় ষাঁড়টিও আহত হয়।
মামার বাড়িতে ঘুরতে এসে ষাঁড়ের গুঁতোয় আহত হল ভাগ্না
মামার বাড়িতে ঘুরতে এসে ষাঁড়ের গুঁতোয় আহত হল ভাগ্না
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram