মায়ের ক্যামেরায় পোজ দেবের, স্কটল্যান্ড থেকে ভাইরাল হল টলিউড সুপারস্টারের ছবি

মায়ের ক্যামেরায় পোজ দেবের, স্কটল্যান্ড থেকে ভাইরাল হল টলিউড সুপারস্টারের ছবি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – লন্ডনে ‘প্রজাপতি ২’-এর শ্যুটিং শেষ করে আপাতত স্কটল্যান্ডে ছুটি কাটাচ্ছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। মা মৌসুমী অধিকারী, বাবা ও বোনের সঙ্গে সময় কাটাচ্ছেন এই সুপারস্টার। বিদেশ সফরের মাঝে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করছেন তিনি। তবে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি বিশেষ মুহূর্ত—যেখানে দেব পোজ দিচ্ছেন মায়ের মোবাইল ক্যামেরার সামনে।

ছবিতে দেবকে দেখা গিয়েছে সাদা টি-শার্ট, নীল ডেনিম ও সাদা স্নিকার্সে, চোখে সানগ্লাস পরে সবুজ মাঠের মাঝে কোরিয়ান ড্রামা স্টাইলের পোজে দাঁড়িয়ে। এই দৃশ্য ক্যামেরাবন্দি করছেন তাঁর মা মৌসুমী অধিকারী। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দর্শকরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দেব ও তাঁর পরিবারকে।

অনেকেই মন্তব্য করেছেন, “মায়ের মতো কেউ ছবির সেরা ফ্রেম ধরতে পারে না।” দেবের ‘ফ্যামিলি ম্যান’ ইমেজ আরও একবার প্রশংসা কুড়িয়েছে ভক্তদের কাছ থেকে। অভিনেতার বাবা-মায়ের হাসিমুখ ও পারিবারিক আনন্দের মুহূর্ত দেখে অনেকেই আবেগপ্রবণ হয়েছেন।

উল্লেখ্য, ‘প্রজাপতি ২’-তে দেবের সঙ্গে থাকছেন জ্যোর্তিময়ী ও ইধিকা পাল, এছাড়াও রয়েছেন মিঠুন চক্রবর্তী। শ্যুটিং শেষে কলকাতায় ফিরেই দেব ব্যস্ত হয়ে পড়বেন তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’র প্রচারে। শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে এটি তাঁর শেষ ছবি, যা মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট। এর পরের ছবি ‘রঘু ডাকাত’ মুক্তি পাবে দুর্গাপুজোয়, যেখানে ফের দেখা যাবে দেব-ইধিকা জুটিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top