নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ১৮ নভেম্বর, মায়ের চিকিৎসার খরচ জোগার করতে না পেরে হতাশায় আত্মঘাতি ২৩ বছরের যুবক কৃষ্ণ পদ মন্ডল। ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হাড়োয়া রোড রেল ষ্টেশনের রেল কলোনিতে। ঘটনায় শোকস্তব্ধ এলাকার বাসিন্দারা।
প্রতিবেশী দের অভিযোগ নয় মাস আগে নিখোঁজ হয় বাবা। সেই শোকে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয় মা। সেই মায়ের চিকিৎসা খরচ ও দেখভাল করতে আর্থিক অনটনে পড়ে শয্যাশায়ী মায়ের সামনে ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী দেগঙ্গার যুবক। স্থানীয়রা তাকে হাড়োয়া হাসপাতালে নিয়ে এলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।