গুয়াহাটি – রবিবার ঝোপের মধ্যে পড়ে থাকা একটি সুটকেসের ভিতর থেকে নাবালকের দেহ উদ্ধার করা হয়েছে।পুলিস সূত্রে খবর, গত শনিবার থানায় ওই কিশোরের নিখোঁজ হওয়ার ডায়রি করেছিলেন তার মা। পরিবারের দাবি ছিল, টিউশন পড়তে গিয়ে ছেলেটি নিখোঁজ হয়ে গিয়েছে।ঘটনার তদন্তে নেমে পুলিস জানতে পারে, অভিযোগকারিণী মহিলা স্বামীর সঙ্গে থাকেন না। বরং তিনি থাকেন জিতুমনি হালোই নামে অপর এক ব্যক্তির সঙ্গে। তদন্ত চলাকালীন জিতুমনিকে পুলিস জিজ্ঞাসাবাদ করতেই, তার কথায় ধরা পড়ে একাধিক অসঙ্গতি। এরপরেই পুলিস তাকে গ্রেপ্তার করে।পুলিসের দাবি, অভিযুক্ত জিতুমনিই নাবালককে খুন করে দেহ সুটকেস বন্দি করে ঝোপের মধ্যে ফেলে দিয়েছিল। সম্ভবত তাদের প্রেমের সম্পর্কে ‘পথের কাঁটা’ হয়ে উঠেছিল ১০ বছরের বালক। আর তাই এমন ন্যক্কারজনক কাণ্ড ঘটাতেও হাত কাঁপেনি জিতুমনির। ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
