মায়ের শাড়ি পরেই পুজোর শুরু, আবেগঘন পোস্টে তন্বী লাহা রায়

মায়ের শাড়ি পরেই পুজোর শুরু, আবেগঘন পোস্টে তন্বী লাহা রায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – টেলিপাড়ার পরিচিত মুখ তন্বী লাহা রায়, দর্শকের কাছে যিনি তোর্সা নামেই জনপ্রিয়। ‘মিঠাই’ সিরিয়ালের নেগেটিভ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া এই অভিনেত্রী বর্তমানে অভিনয় করছেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে। তবে পুজোর শুরুতে তাঁর সবচেয়ে বড় অবলম্বন হয়ে উঠেছে মায়ের স্মৃতি। গত বছর মাকে হারানোর পর থেকে প্রতিবছর মায়ের পুরনো শাড়ি পড়েই পুজোর সূচনা করেন তিনি। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তন্বী দুটি ছবি শেয়ার করেছেন। সেখানে সিল্কের প্রিন্টেড শাড়ি ও স্লিভলেস পিঠখোলা ব্লাউজে দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রী জানিয়েছেন, এই শাড়িটি তাঁর মায়ের। পোস্টে তিনি লেখেন, “প্রতিবছর আলমারি থেকে একটা করে মায়ের পরা শাড়ি বের করে পুজো শুরু করি। এখনও শাড়িটায় মায়ের গন্ধ লেগে আছে।”

তন্বী আরও জানান, একা ঘরে মায়ের আলমারি খুলে শাড়িটি পরে নিয়েছেন। সঙ্গে মায়ের প্রিয় পারফিউমটিও মেখেছেন শরীরে, যেন মনে হয়েছে মা এখনও তাঁর পাশে রয়েছেন। উল্লেখযোগ্য, হঠাৎ করেই গত বছর মে মাসে মাকে হারান অভিনেত্রী। সেই আঘাত কাটিয়ে ওঠা তাঁর জন্য সহজ ছিল না।

ব্যক্তিগত জীবনেও একাধিক ধাক্কার মুখে পড়েছেন তন্বী। এ বছরের পুজোর আগেই প্রেমিক রাজদীপ গুপ্তের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে যায়। এখন শুধুমাত্র কেরিয়ারেই মন দিতে চান তিনি। তবে উৎসবের দিনগুলো পরিবার ও বন্ধুদের সঙ্গেই কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top