বিনোদন – বলিউড থেকে টলিউড—অসংখ্য হিট গানের মালিক অরিজিৎ সিং, যাঁর কণ্ঠশৈলীতে আট থেকে আশি বয়সের শ্রোতারাই মুগ্ধ। বিশ্বজোড়া জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি রয়ে গিয়েছেন একেবারে সাদামাটা, মাটির মানুষ। জিয়াগঞ্জে নিজের সাধারণ জীবনযাপন আর আলোচনার বাইরে থাকা—এই দুইটাই যেন তাঁর পরিচয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও আবারও সেই সরলতার ছবি তুলে ধরেছে। দেখা যাচ্ছে, মঞ্চে সাদা পাঞ্জাবি ও পাগড়ি পরে গান করছেন অরিজিৎ, আর স্টেজের এক পাশে দাঁড়িয়ে স্ত্রী কোয়েল ও তাঁর বড় ছেলে মুগ্ধ হয়ে শুনছেন বাবার গান। অরিজিতের ফ্যানপেজ থেকে ছড়িয়ে পড়া এই ভিডিওতে স্পষ্ট, গায়কের বড় ছেলে এখন যথেষ্টই বড়—দেখে মনে হচ্ছে তার বয়স প্রায় ১৪–১৫ বছর।
কোয়েলের সঙ্গে তারাপীঠে বিয়ে করেন অরিজিৎ সিং। কোয়েলের আগের সংসারের ছেলেকে নিজের সন্তান হিসেবেই গ্রহণ করেছেন তিনি। কোয়েল ও অরিজিতের আরও এক ছেলে রয়েছে। দুই সন্তানকে সমানভাবে লালন-পালন করেন এই সুপারস্টার গায়ক। তাঁদের জিয়াগঞ্জের স্থানীয় স্কুলেই ভর্তি করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে গোপনীয়তা বজায় রাখেন বলে বড় ছেলে ঠিক কতটা বড় হয়েছে, তা এতদিন জানা যায়নি। তবে এই ভাইরাল ভিডিও সেই প্রশ্নের উত্তরই দিয়েছে। সাদা পাঞ্জাবি-পায়জামা পরে অনুষ্ঠানে বাবার গান শুনতে থাকা অরিজিত পুত্রকে দেখে বোঝা যাচ্ছে, তিনি এখন কিশোর হয়ে উঠেছেন।
গানের জগতে রাজত্ব করলেও, অরিজিৎ সিং কিন্তু নিজের শিকড় ভুলে যাননি। এখনও স্কুটি চেপে বাজার করেন, ছেলেদের স্কুলে পৌঁছে দেন, রোজকার সাধারণ পোশাকেই রাস্তায় ঘুরে বেড়ান। অন্য তারকাদের মতো কখনোই বডিগার্ডের ঘেরাটোপ চাননি। তারকা হয়েও সাধারণ মানুষ হয়ে থাকার এই সহজ সৌন্দর্যই তাঁকে আরও কাছের করে তোলে শ্রোতাদের।




















