তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার পাতুলীয়ায় তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।অভিযোগ কারী তৃণমূল কর্মী মনোজ মুহুরীর অভিযোগ ১৭ তারিখ পাতুলীয়া বাজারের সামনে দাঁড়িয়ে তিনি সোমনাথ বলে এক ব্যাক্তির সাথে কথা বলছিলেন ঠিক সেই সময় পাতুলীয়া আবাসনের তৃণমূল কংগ্রেস সভাপতি আশিষ চক্রবর্তীর ও তার দলবল এসে তৃণমূল নেতার নেতৃত্বে হামলা চালায় রাস্তায় ফেলে ব্যাপক মারধর চালায় রাস্তায় হেচড়াতে হেচড়াতে নিয়ে যায়।
যদিও অভিযোগকারীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূল নেতা আশিষ চক্রবর্তী ঘটনার সময়ের একটি সিসি টিভি ফুটেজ দিয়ে বলেন সেই সময় উপস্থিত ছিলেন না ,মনোজ মুহুরী এলাকায় অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ,তৃণমূল করেন না , মদপ্য অবস্থায় ছিলেন এলাকার সোমনাথ বলে এক যুবকের সাথে ঝামেলা হয়েছে নিজেদের মধ্যে মারামারি হয়েছে। এর সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন।
আর ও পড়ুন বেঙ্গল সামিটে ফল কি হয়েছে? প্রশ্ন দিলীপ ঘোষের
সিসিটিভিতে মারধরের ঘটনায় তৃণমূল নেতা আশিস চক্রবর্তীকে দেখা না গেলেও পুরো ঘটনা তদন্ত করে দেখছে রহড়া থানার পুলিশ।তবে এঘটনার সাথে দলের কোনো যোগ আইন আইনের পথে চলবে এমটাই জানিয়েছে পাতুলীয়া অঞ্চলের তৃণমূল নেতা শুকুর আলী পুরোকাইত।
এই ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি উত্তর শহরতলির যুব মোর্চার সাধারণ সম্পাদক জয় সাহা এই ঘটনা শাসকদলের এলাকা দখলের লড়াই। যদিও এই ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। আহত তৃণমূল কর্মী মনোজ মহুরী খড়দহ বলরাম হসপিটালে চিকিৎসাধীন।