নিউজ ডেস্ক ২৫ নভেম্বর ২০২০: কিছু দিন আগেই মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল খেলোয়াড় দিয়েগো মারাদোনাকে।
করা হয়েছিল অস্ত্রোপচার কিন্তু সব শেষেও শেষ রক্ষা হল না। মদ্য পানের আসক্তি জন্য নানা সমস্যাতেও পড়েছিলেন তিনি।মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক দিয়েগো মারাদোনা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে সমগ্র বিশ্ব ফুটবল। সর্ব কালের সেরা ফুটবলারকে শ্রদ্ধা জানাতে বহু মানুষ শোকবার্তা জানিয়েছেন।