কো-অপারেটিং মার্কেটিং সোসাইটির কমিটির চ‍েয়ারম‍্যানের বিরদ্ধে একাধিক দূর্নীতির অভিযোগ

কো-অপারেটিং মার্কেটিং সোসাইটির কমিটির চ‍েয়ারম‍্যানের বিরদ্ধে একাধিক দূর্নীতির অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মার্কেটিং

কো-অপারেটিং মার্কেটিং সোসাইটির কমিটির চ‍েয়ারম‍্যানের বিরদ্ধে একাধিক দূর্নীতির অভিযোগ। এই অভিযোগ  তুলে সোসাইটির মূল ফটক আটকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলো এলাকার একাংশ বাসিন্দারা।

 

বিক্ষোভ প্রদর্শন করার সময় ওই সোসাইটির কমিটির সদস্যদের আটকে বিক্ষোভ দেখাতে গেলে আন্দোলনকারীদের সাথে শুরু হয় ধস্তাধস্তি।পরে রতুয়ার সামসি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।মঙ্গলবার রতুয়া থানার সামসি কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির লিমিটেডের সামনে ঘটনাটি ঘটে।এদিন এই ঘটনায় ওই তীব্র চাঞ্চল‍্য ছড়ায়।

 

অভিযোগ,গত তিনবছর ধরে এখানে য়নো নির্বাচন না হওয়ার ফলে রতুয়ার শাসকদলের বিধায়ক র মুখোপাধ‍্যায় একটি কমিটি গঠন করে।যার মধ‍্যে একজন চেয়ারম্যান ও দুজন কর্মী নিয়োগ করা হয় ছয় মাসের জন‍্য।গুরুতর অভিযোগ,ওই কমিটির চেয়ারম্যান হারুন অল রশিদ দায়িত্বভার পাওয়ার পরেই একাধিক দূর্ণীতে জড়িয়ে পড়ে।সোসাইটির বৈধ কর্মীদের গুরুত্ব না দিয়ে তিনি নিজের কর্মী লাগিয়ে সোসাইটি পরিচালনা করেন।

 

শুধু তাই নয়,সোসাইটতে আসা ভালোমানে রেশনের খাদ‍্য সামগ্রী অন‍্যত্র পাচার কর সেই পরিমাণ মতো নিম্নমানের রেশন সামগ্রী মজুত করে।আর সেই রেশন বন্টন করা হয়।এমনকি দুর্নীতি অটুট রাখতে মালবাহী গাড়ী গুলোকে বদল করে দেওয়ার অভিযোগ উঠেছে।শুধু তাই নয়,পাশাপাশি চেয়ারম্যান হারুন অল রশিদের বিরুদ্ধে এই অভিযোগ সোসাইটির কর্মীরা তার কাছে এই ঘটনা নিয়ে প্রতিবাদ করতে গেলে মারধরৈর পাশাপাশি ছাঁটাই করার হুমকিরও অভিযোগ উঠেছে।

 

আর ও পড়ুন     ভ্রাম্যমাণ লঞ্চের মাধ্যমে সুন্দরবনের গ্রামে শুরু হল কোভিড টিকাকরন ও স্বাস্থ্য পরিষেবা

 

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে চেয়ারম্যান হারুন অল রশিদ বলেন,যারা অভিযোগ তুলছে,তারা দীর্ঘদিন ধরে সোসাইটিতে দালালরাজ চালাচ্ছিল।এতে কিছু অফিসের কর্মচারীও অঙ্গাঅঙ্গি ভাবে লিপ্ত রয়েছে বলে আমরা আনতে পেরেছি।

 

রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ‍্যার স্পেশাল অফিসার দায়িত্ব পাওয়ার পরেই নয়া কমিটির দায়িত্ব পাওয়ার পরেই সোসাইটিতে দালাল চক্র বন্ধ হয়ে যাওয়ায় তাদের ঘুম উড়েছে।বলেই ভিত্তিহীন অভিযোগ তুলে বিক্ষোভ করছে।বিষয়টি আমি স্থানীয় বিধায়ক ও জেলা খাদ‍্য সরবরাহ দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের জানিয়েছি।
তবে,সামসি কোপারেটিভ সোসাইটিতে দালালচক্র কি সক্রিয়?সেই প্রশ্ন উঠছে।উল্লেখ্য,সেই সোসাইটি থেকে রতুয়া,পুখুরিয়া থানা এলাকায় রেশন ডিলাদের খাদ‍্য সরবরাহ করা হয় বলে জানা গেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top