মালদহের ঝলঝলিয়ার কার্নিভালে নজর কাড়বে। মালদহ শহরের বৃন্দাবনে ময়দানের পাশাপাশি কার্নিভাল নজর কাড়ছে ঝলঝলিয়াতেও। এই কার্নিভালকে ঘিরে জোর তৎপরতায় ইতিমধ্যে শুরু হয়েছে ভবানীপুর এলাকায়। পাশাপাশি রাখা হয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা।প্রসঙ্গত, গত দু’বছর করোনার কারনে কার্নিভাল কোন রকম ভাবে হয়েছে। এবছর কার্নিভালের প্রস্তুতি চলছে।
২৫ ডিসেম্বর শুক্রবার রাতে এই কার্নিভালের উদ্বোধন হবে। এ প্রসঙ্গে ভবানীমোড় কার্নিভাল কমিটির মূল উদ্যোক্তা কাউন্সিলর দুলাল সরকার জানান ,প্রতিবারের মতো এবারও আমাদের কার্নিভাল শুরু হচ্ছে ২৫শে ডিসেম্বর সন্ধ্যায়, বড়দিন পালনের মধ্য দিয়ে। আমাদের এই অনুষ্ঠান চলবে ৩১ তারিখ পর্যন্ত সেদিন বর্ষ বিদায়ের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হবে।
এছাড়াও ১লা জানুয়ারি যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেহেতু এই মঞ্চেই ১লা জানুয়ারিতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস প্রতিবারের মতো এবারেও পালন করা হবে।৫ দিন ধরে প্রতিদিন সন্ধ্যায় থাকবে আমাদের জেলার প্রতিভাবান শিল্পীদের গান নৃত্য আবৃত্তি ইত্যাদি। তাদেরকে মঞ্চে সুযোগ করে দেওয়াই আমাদের লক্ষ্য। এছাড়াও রাত ৮ টার পর বহিরাগত শিল্পী জি বাংলা জি মিউজিক ইন্ডিয়ান আইডল খ্যাত শিল্পীরা মঞ্চে সংগীত পরিবেশন করবেন।
আরও পড়ুন – ক্রীসমাসের আগে কেক তৈরির তৎপরতা
গোটা এলাকা জুড়ে থাকছে জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা রকমারি আলোয় সাজিয়ে তোলা হয়েছে ইতিমধ্যে আমাদের এলাকায় দুটি চার্চ রয়েছে। একটি সুকান্ত মরে অপরটির রথ বাড়ির কাছে ওই চার্চ দুটি থেকে রকমারি আলোকসজ্জা টেনে নিয়ে আসা হবে কার্নিভাল মঞ্চে এছাড়াও কচিকাঁচাদের আনন্দ দিতে উপহার নিয়ে হাজির থাকবেন শান্তা ক্লজ। পাশাপাশি থাকছে দুষ্হ শীতার্ত মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ।
এই কার্নিভালের অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এগিয়ে এসেছেন এলাকার ব্যবসায়ীরা স্থানীয় কাউন্সিলর এছাড়াও আমাদের সাথে রয়েছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান। সর্বোপরি আমাদের এই অনুষ্ঠানটি যেহেতু ভবানী মোড়ে চৌরাস্তার মোড়ে হয় সেই জন্য আমরা প্রশাসনের অনুমতি নিয়ে এবং ওনাদের সহযোগিতায় এই অনুষ্ঠান প্রতিবারের মতো সুষ্ঠুভাবে শেষ হবে বলে আমাদের আশা।