মালদহের রূপকার প্রয়াত সাংসদ গনি খান চৌধুরীর জন্ম দিবসে শ্রদ্ধার্ঘ্য ইংরেজবাজার পৌরসভার। গোটা মালদহ জেলা জুড়ে পালিত হল মালদহের রূপকার প্রয়াত সাংসদ এ বি এ গনি খান চৌধুরীর ৯৬ তম জন্ম দিবস। এদিন সকালে শহরের ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে পালিত হল গনি খান চৌধুরীর জন্ম দিবস।
উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর গোবিন্দ চৌধুরী, উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিত্ দাস, বিশিষ্ট সমাজসেবী দেবপ্রিয় সাহা সহ অন্যান্যরা। বৃন্দাবনে ময়দানের সামনে পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, রাজনীতির উর্ধ্বে ছিলেন গনি খান চৌধুরী। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন জেলার উন্নয়ন করেছিলেন তিনি। মানুষ তাকে আজও স্মরণ করেন তার কাজের মাধ্যমে। বিভিন্ন রাজনীতির দলের নেতা-নেত্রীরাও তার জন্মদিনে শ্রদ্ধা জানান।
অন্যদিকে শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সকালে মালদা শহরের রথবাড়ি এলাকায় প্রয়াত সংসদের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন বৈষ্ণবনগরের বিধায়িকা তথা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভানেত্রী চন্দনা সরকার। মাল্যদানের পর প্রয়াত সাংসদ কে নিয়ে স্মৃতিচারণা করেন তৃণমূলের নেতা-নেত্রীরা।
আরও পড়ুন – জগদীশ নগরে সৌরবিদ্যুৎ পরিচালিত জলের পাইপের উদ্বোধন করলেন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লার
উল্লেখ্য, গোটা মালদহ জেলা জুড়ে পালিত হল মালদহের রূপকার প্রয়াত সাংসদ এ বি এ গনি খান চৌধুরীর ৯৬ তম জন্ম দিবস। এদিন সকালে শহরের ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে পালিত হল গনি খান চৌধুরীর জন্ম দিবস। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর গোবিন্দ চৌধুরী, উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়ন পর্ষদের সদস্য প্রসেনজিত্ দাস, বিশিষ্ট সমাজসেবী দেবপ্রিয় সাহা সহ অন্যান্যরা।
বৃন্দাবনে ময়দানের সামনে পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, রাজনীতির উর্ধ্বে ছিলেন গনি খান চৌধুরী। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন জেলার উন্নয়ন করেছিলেন তিনি। মানুষ তাকে আজও স্মরণ করেন তার কাজের মাধ্যমে। বিভিন্ন রাজনীতির দলের নেতা-নেত্রীরাও তার জন্মদিনে শ্রদ্ধা জানান।