মালদহে আবারও বৃহৎ কুমির উদ্ধার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজনগর ঘাট সংলগ্ন এলাকায় মঙ্গলবার গভীর রাতে জেলেরা যখন গঙ্গায় মাছ ধরতে গিয়েছিলেন তখন তাদের জালে একটি কুমির ধরা পরে। রাত দুটো নাগাদ ওই কুমিরটিকে জাল সহ নদীর পাড়ে তুলে আনেন জেলেরা। বুধবার সকালে খবর পেয়ে বনদপ্তরের কালিয়াচক রেঞ্জের কর্মীরা সেখানে পৌঁছায়। পাশাপাশি মোথাবাড়ি থানার পুলিশও ঘটনাস্থলে যায়।
কুমির ধরা পড়ার খবর চাউর হতেই এদিন সকাল থেকে রাজনগর ঘাটে কয়েক হাজার মানুষের ভিড় জমে। জানা গেছে কুমিরটি প্রায় ১০ ফুট লম্বা। প্রসঙ্গত এর আগে মালদহের পুনর্ভবা নদীতে গাজোল রেঞ্জের বন কর্মীরা একটি কুমির উদ্ধার করেছিল। সেটি ছিল লম্বায় প্রায় 9 ফুট। কালিয়াচক রেঞ্জের বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাসের নেতৃত্বে এই কুমিরটি উদ্ধার করা সম্ভব হয়েছে। কুমিরটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে গাজলের আদিনা ফরেস্টে রাখা হয়েছে। সেখানে কুমিরটির সেবা শুশ্রূষার কাজ চলছে।
বন দপ্তর সূত্রে জানা যায়, প্রায় মাসখানেক ধরে কুমিরটিকে মাঝে মাঝে ওই এলাকায় দেখা যাচ্ছিল। কালিয়াচক রেঞ্জের বনকর্মীরা কুমিরটির উপর নজর রাখছিল। এদিন সকালে কুমিরটিকে উদ্ধার করে গাজোল গাজলের আদিনা ফরেস্টে নিয়ে আসা হয়। প্রসঙ্গে বনদপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস জানান, বেশ কিছুদিন ধরেই আমাদের কাছে খবর ছিল সেখানে একটি কুমিরকে মাঝে মাঝে দেখা যাচ্ছে আমাদের কর্মীরা নজর রাখছিলেন কিন্তু এদিন সকালে হঠাৎ আমরা খবর পাই যে জেলেদের জালে কুমিরটি ধরা পড়েছে।
আরও পড়ুন – দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার মেলা
আমরা তৎক্ষণাৎ সেখানে ছুটে যাই। আমরা মানুষকে যেভাবে সচেতন করেছিলাম তার ফল পেয়েছি। কুমিরকে কেউ আঘাত করেনি। কি কুমিরটি সুস্থ রয়েছে। আমরা তৎক্ষণাৎ কুমিরটি উদ্ধার করে গাড়িতে করে আদিনা ফরেস্টে নিয়ে চলে এসেছি। এখানে কুমিরটির শুশ্রূষা চলছে। উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে কমিটিকে যথাযোগ্য জায়গায় নিয়ে যাওয়া হবে।
তিনি আরো জানান, আমাদের সচেতনতার মধ্য দিয়ে পাশাপাশি সংবাদ মাধ্যমের সহযোগিতায় এই ধরনের বন্যপ্রাণী গুলোকে রক্ষা করতে মানুষ এগিয়ে আসুক। পরিবেশের বৈচিত্র্যতার জন্য এই ধরনের বন্যপ্রাণী গুলোকে বাঁচিয়ে রাখা উচিত আগামী প্রজন্ম দেখতে পাবে তাহলে। এইগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ আসুন আমরা সবাই মিলে এই প্রাকৃতিক সম্পদকে রক্ষা করি। আমাদের সম্পূর্ণ সহযোগিতা থাকবে যখন যেখানে এই ধরনের বন্যপ্রাণী গুলো দেখা দেবে আমাদেরকে খবর দিলে আমরা সাথে সাথে ছুটে চলে যাব।