মালদহে কালিন্দ্রীর পর এবার মহানন্দায় কুমিরের দর্শন মিলল, আতঙ্কে এলাকাবাসী। মালদহের মানিকচকের পর এবার কুমিরের দেখা পাওয়া গেল পুরাতন মালদহে মহানন্দা নদীতে। রবিবার সকালে পুরাতন মালদহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চালসাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন কুমির। এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মালদহ থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা।
প্রসঙ্গত মানিকচকের কালিন্দীতে কুমির দেখা যাওয়ার পর বন দপ্তরের পক্ষ থেকে সুন্দরবনের প্রশিক্ষিত কুমির উদ্ধারের দলকে মালদহে আনা হয়। তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের ধারণা কুমিরটি কালিন্দী থেকে মহানন্দা নদীতে এসে পড়েছে। বন দফতরের কর্মীরা কুমিরটির গতিবিধির উপর নজর রাখছেন।
সহকারী বিভাগীয় বন আধিকারিক সুজিত কুমার দাস জানিয়েছেন,’দিন দুয়েক আগে কুমিরটি কালিন্দী নদীতে দেখা গিয়েছিল। ভাসতে ভাসতে চলে এসেছে মহানন্দায়। আমরা কুমিরটিকে নজরে রেখছি।
মনে হচ্ছে, কুমিরটি আরও সামনের দিকে এগিয়ে যাবে। সুন্দরবন থেকে থেকে আমাদের একটি কুমির উদ্ধারের প্রশিক্ষিত দল এসেছে। তারা কুমিরের উপর নজর রাখছে। সুযোগ পেলেই সেটাকে উদ্ধার করা হবে।
আবার এদিন দুপুরে কুমিরটিকে দেখার জন্য প্রচুর লোকজন ভিড় করেন সাহাপুর সেতুর উপরে। জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করা হয় মাইকিংর মাধ্যমে। যাতে কেউ মহানন্দা নদীতে স্নান করতে বা কাপড় কাচতে না নামে।
আরও পড়ুন – ত্রিকোণ প্রেমের পরিনীতিতেই কি গৃহবধূর মৃত্যু, আতঙ্কিত শহরবাসী
উল্লেখ্য, মালদহের মানিকচকের পর এবার কুমিরের দেখা পাওয়া গেল পুরাতন মালদহে মহানন্দা নদীতে। রবিবার সকালে পুরাতন মালদহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চালসাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করেন কুমির। এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মালদহ থানার পুলিশ ও বনদপ্তরের কর্মীরা।
প্রসঙ্গত মানিকচকের কালিন্দীতে কুমির দেখা যাওয়ার পর বন দপ্তরের পক্ষ থেকে সুন্দরবনের প্রশিক্ষিত কুমির উদ্ধারের দলকে মালদহে আনা হয়। তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের ধারণা কুমিরটি কালিন্দী থেকে মহানন্দা নদীতে এসে পড়েছে। বন দফতরের কর্মীরা কুমিরটির গতিবিধির উপর নজর রাখছেন।