মালদা- দিনের শুরুতেই ঘটে গেল দুটি দুর্ঘটনা । মালদহে জোড়া পথ দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ জনের। আহত ৩ জন। আহতদের হসপিটালে ভর্তি করা হয়েছে ।৫১২ নম্বর জাতীয় সড়ক এবং পুরাতন মালদার নারায়ণপুর ১২ নম্বর জাতীয় সড়কে দুটি দুর্ঘটনা ঘটেছে।
এদিন ভোরে টোটোয় চেপে মাছের বাজারে যাচ্ছিলেন ৪ জন ৫১২ নম্বর জাতীয় সড়কে দিয়ে ।
সেই সময়ে বেপরোয়া গতির একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। এক নিমেষে উল্টে যায় টোটো এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক সহ 2 জনের। বাকি একজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতদের নাম ললিত ভুঁইমালি (৬০), আলতাফ হোসেন (৪২), শামসুদ্দিন শেখ (৬০)। আহত ব্যক্তির নাম নিজামুদ্দিন শেখ। ঘটনাস্থলে কোন প্রত্যক্ষদর্শী না থাকায় এখনো পর্যন্ত গাড়িটিকে চিহ্নিত করা যায়নি।ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। রাস্তার আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তা দেখেই ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা সম্ভব হলে বলে মনে করছেন তাঁরা।
আবার এদিকে পুরাতন মালদার নারায়ণপুর ১২ নম্বর জাতীয় সড়কে একটি মাটি কাটার গাড়িকে ধাক্কা দেয় পাথর বোঝাই লরি। তারপর লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে কিছু দূরে থাকা একটি গাড়ির শো-রুমে। সেখানে থাকা এক নিরাপত্তারক্ষী চাকায় পিষ্ট হয়ে মারা যান। এদিকে ওই মাটি কাটার গাড়ির চালক ও খালাসি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। মৃতের নাম নুরুল শেখ (৫৪)। তাঁর বাড়ি জলঙ্গা গ্রামে।
স্থানীয়রা বলছেন, প্রায় দিনই ভোরবেলায় বেপরোয়াভাবে লরি যাতায়াত করে জাতীয় সড়ক দিয়ে। অনেক সময়ই চালক নেশা করে থাকেন। এই কারণেই এমন দুর্ঘটনা ঘটে। আজ প্রাণ চলে গেল একজনের। ওই লরি চালকের কড়া শাস্তি দাবি করেছেন তাঁরা।
