মালদহে প্রায় এক লক্ষ টাকার জাল নোটসহ ৩ পাচারকারী গ্রেফতার। পুজোর উৎসবের রেশ কাটতে না কাটতেই মালদহে শুরু হয়ে গেল আবার জাল নোটের কারবার। এবার প্রায় এক লক্ষ টাকা জাল নোট উদ্ধার। পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জাল নোটসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করল।।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ খোদ মালদহ শহরের প্রাণকেন্দ্র রথবাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তিন যুবককে আটক করে। তল্লাশিতে তাদের কাছে উদ্ধার হয় ৯৯৫০০ টাকার জালনোট। উদ্ধার হওয়া নোট গুলি সব ৫০০টাকার।
পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃতদের নাম রাহুল কুমার(২৬)। সে বিহারের মোজাফ্পুরের বাসিন্দা। বাবুল শেখ(২৮), লালু শেখ(২২)। উভয়ের বাড়ি মালদহের কালিয়াচকের চরবাবুপুর এলাকায়। এসটিএফ ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এস টি এফ।
ধৃতদের বিরুদ্ধে মাদক আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আরও জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।
আরও পড়ুন – ছটপূজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন
উল্লেখ্য, পুজোর উৎসবের রেশ কাটতে না কাটতেই মালদহে শুরু হয়ে গেল আবার জাল নোটের কারবার। এবার প্রায় এক লক্ষ টাকা জাল নোট উদ্ধার। পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জাল নোটসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করল।। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ খোদ মালদহ শহরের প্রাণকেন্দ্র রথবাড়িতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তিন যুবককে আটক করে। তল্লাশিতে তাদের কাছে উদ্ধার হয় ৯৯৫০০ টাকার জালনোট। উদ্ধার হওয়া নোট গুলি সব ৫০০টাকার।
পুলিশ সূত্রে আরও জানা যায় ধৃতদের নাম রাহুল কুমার(২৬)। সে বিহারের মোজাফ্পুরের বাসিন্দা। বাবুল শেখ(২৮), লালু শেখ(২২)। উভয়ের বাড়ি মালদহের কালিয়াচকের চরবাবুপুর এলাকায়। এসটিএফ ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এস টি এফ। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আরও জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে হেফাজতের আবেদন জানিয়ে জেলা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ ।