মালদা – মালদহের কালিয়াচকে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরপর তিনটি প্লাস্টিকের গুদামে আগুন লেগে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে দীর্ঘ প্রচেষ্টার পরও দমকলের কর্মীরা আগুন পুরোপুরি নিভাতে পারেনি। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। পোড়া গন্ধে স্থানীয়রা মুহূর্তের মধ্যে অস্বস্তি ও শ্বাসকষ্টের সমস্যায় পড়েন।
দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যেহেতু গুদামগুলিতে প্রচুর দাহ্য পদার্থ সংরক্ষিত ছিল, তাই অল্প সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, গভীর রাত ১টা নাগাদ প্রথমে ধোঁয়া বেরতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। প্রথমে দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আরও কয়েকটি ইঞ্জিন পাঠানো হয়।
গুদামগুলিতে মূলত প্লাস্টিক সামগ্রী মজুত ছিল, যা প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে।
অগ্নিকাণ্ডের জেরে বুধবার ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যহত হয়। দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয়। পরে ট্র্যাফিক পুলিশ পরিস্থিতি সামাল দেন।
