মালদা – মালদহের ইংলিশবাজার শহর রবিবার যেন উৎসবে মেতে উঠেছিল। কোনও পূজা নয়, জীবনের সঙ্গে জীবনের মেলবন্ধনের আনন্দে রঙিন হয়ে ওঠে বালুচর এলাকা। মহেশ্বরী মহিলা সংগঠনের উদ্যোগে মহেশ্বরী ভবনে অনুষ্ঠিত হয় এক বৃহৎ গণবিবাহ অনুষ্ঠান, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে ২২ জন যুবক-যুবতী বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এই অনুষ্ঠানে শুধু মালদা নয়, উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও অংশ নিয়েছিলেন অনেকে। বেশ কয়েকজনের বিয়ে ঠিক হয়েছিল আগেই, কিন্তু পারিবারিক আর্থিক অনটনের কারণে বিবাহ সম্পন্ন করা সম্ভব হচ্ছিল না। সেই সব যুবক-যুবতীদের খুঁজে বের করে, জীবনের নতুন অধ্যায় শুরু করতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মহেশ্বরী মহিলা সংগঠন।
বিবাহ শেষে নবদম্পতিদের হাতে তুলে দেওয়া হয় ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী—নতুন আলমারি, খাট, নতুন পোশাক, সোনা-চাঁদির উপহার সহ আরও বহু প্রয়োজনীয় সামগ্রী। আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল নানাবিধ পদের খাবারের বিশেষ আয়োজনও।
উৎসবমুখর পরিবেশে মানবিকতার অনন্য দৃষ্টান্ত গড়ে তুলল মহেশ্বরী মহিলা সংগঠনের এই গণবিবাহ।




















