মালদহে রাসায়নিক সারের কালোবাজারি পর এবার আলুর কালোবাজারি প্রকাশ্যে, গ্রেফতার এক আলু ব্যবসায়ী। মালদহে রাসায়নিক সারের কালোবাজারি পর এবার আলুর কালোবাজারি প্রকাশ্যে এলো। নামিদামি কোম্পানির লোগো লাগিয়ে আলুর কালোবাজারি এতদিন ধরে প্রকাশ্যে চলছিল। মঙ্গলবার গভীর রাতে রাতের অন্ধকারে নামিদামি কোম্পানির আলুর বস্তা বদল করে নকল আলু ভরে তাতে কোম্পানির লোগো সিল করে অন্যত্র পাচারের চেষ্টা করছিল এক শ্রেণীর অসাধু আলু ব্যবসায়ীরা।
ঘটনাটি মালদহের পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের আদিনা হিমঘর সংলগ্ন এলাকার একটি আলুর আড়তে। এরপরে স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে আলু বোঝাই ১২ চাকার লরিটিকে আটক করে। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার কৃষকেরা।
তবে কৃষকেরা জানিয়েছেন, পাঞ্জাবের নামিদামি ব্র্যান্ডের KF আলুর কোম্পানির বস্তা এবং লোগো নকল করে রমরমিয়ে চলছে আলুর কালোবাজারি। খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ আসে। স্থানীয় বাসিন্দাদের সাথে দীর্ঘক্ষণ বচসায় জড়িয়ে পড়েন।
যদিও পুলিশের হস্তক্ষেপে আলু বোঝায় লরিটিকে আটক করে মালদা থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার পাশাপাশি অভিযুক্ত আলু ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মালদা থানার পুলিশ। অবশেষে চাষিরা মালদা থানায় ওই আলু ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার অভিযোগের পরিপেক্ষিতে অভিযুক্ত আলু ব্যবসায়ীকে মালদা জেলা আদালতে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছেন মালদা থানার পুলিশ
আরও পড়ুন – বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করলেন অভিনেতা মীর
উল্লেখ্য, মালদহে রাসায়নিক সারের কালোবাজারি পর এবার আলুর কালোবাজারি প্রকাশ্যে এলো। নামিদামি কোম্পানির লোগো লাগিয়ে আলুর কালোবাজারি এতদিন ধরে প্রকাশ্যে চলছিল। মঙ্গলবার গভীর রাতে রাতের অন্ধকারে নামিদামি কোম্পানির আলুর বস্তা বদল করে নকল আলু ভরে তাতে কোম্পানির লোগো সিল করে অন্যত্র পাচারের চেষ্টা করছিল এক শ্রেণীর অসাধু আলু ব্যবসায়ীরা। ঘটনাটি মালদহের পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের আদিনা হিমঘর সংলগ্ন এলাকার একটি আলুর আড়তে। এরপরে স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে আলু বোঝাই ১২ চাকার লরিটিকে আটক করে। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার কৃষকেরা।