মালদহে “সেঁজুতি” আহার কেন্দ্রর উদ্বোধন

মালদহে “সেঁজুতি” আহার কেন্দ্রর উদ্বোধন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালদহে “সেঁজুতি” আহার কেন্দ্রর উদ্বোধন। মালদহে জেলা প্রশাসন ভবন চত্বরে নব নির্মিত সিঁজুতি আহার কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন নারী ও শিশু উন্নয়ন ও শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী ডঃ শশী পাঁজা, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং স্বনির্ভর গোষ্ঠী ও সংযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সাবিনা ইয়াসমিন ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র প্রতিমন্ত্রী তাজমুল হোসেন।উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এবং অন্যান্য পদস্থ আধিকারিকরা।

 

উদ্বোধনের পর স্বনির্ভর গোষ্ঠীর পরিচালিত নতুন ক্যান্টিনে বসে খাবার খেলেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং সাবিনা ইয়াসমিন।পাশাপাশি সেই খাবারের স্বাদ নিলেন জেলার বিধায়করা সহ জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে,জেলা প্রশাসনের সহযোগিতায় এবং স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের মোট ১৫ লক্ষ টাকা অর্থনুকূল্যে এই আহার কেন্দ্রটি গড়া হয়েছে।এটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পরিচালনা করবে।

আরও পড়ুন – ভারতের ইতিহাসে তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ যথেষ্ট গুরুত্বপূর্ণ

মন্ত্রী শশী পাঁজা বলেন বলেন, জেলাশাসকের অফিসে বাইরের বহু লোক বিভিন্ন কাজে আসেন। তাদের কথা চিন্তা করে পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বাবলম্বী করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ।জেলা শাসকের অফিসের সামনে স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত এই আহার কেন্দ্রের উদ্বোধন করা হয়।এই আহার কেন্দ্রটি তৈরি করার জন্য ১৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল দপ্তরের পক্ষ থেকে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন ধরনের খাবার এমনকি দুপুরের খাবারও তৈরি করবেন এবং স্বল্পমূল্যে খাবার বিক্রয় করবেন।জেলায় এরকম পাঁচটি স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত আহার কেন্দ্র চলছে। আগামী দিনে আরও বেশ কিছু জায়গায় এরকম আহার স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত এরকম আহার কেন্দ্র তৈরি করার ইচ্ছে রয়েছে দপ্তরের। “সেঁজুতি”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top